ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

নতুন দল গঠন নিয়ে যা বললেন ছাত্রদল সভাপতি

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০২:২৭, ২৬ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০২:২৮, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

নতুন দল গঠন নিয়ে যা বললেন ছাত্রদল সভাপতি

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, এই যে নতুন দল গঠন হচ্ছে। তারা গ্রামে যাবে। বিভিন্ন উপজেলায় যাবে। এগুলো করতে গিয়ে বিভিন্ন ভুলভ্রান্তি হবে। অনেক বাজে পরিবেশ পরিস্থিতির মোকাবেলা করতে হবে। বাংলাদেশের প্রায় ২০ কোটি জনগণের মাঝে জনপ্রিয়তা পাওয়া অনেক কঠিন ব্যাপার।

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ বিভিন্ন সংকটে রয়েছে। আমরা কাউকে দুষারোপ করতে চাই না। আমরা চাই যে কারো কোন বক্তব্য সোস্যাল মিডিয়া প্রচারের মাধ্যমে যেন বিভ্রান্তির সৃষ্টি না করি। 

রাকিব বলেন, আমরা জানতে পেরেছি যে, একটি ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করতে যাচ্ছে। ছাত্রদলের পক্ষ থেকে ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদের শুভকামনা জানাই। কারণ আমরা ৫আগষ্ট একেঅপরের কাঁধে কাঁধ মিলিয়ে একটি ফ্যাসিস্ট সরকারকে হঠাতে সক্ষম হয়েছি।

তিনি আরও বলেন,  আমি বিশ্বাস করি তাদের রাজনীতি আসার মাধ্যমে বাংলাদেশে  ইতিবাচক পরিবর্তন আসবে। আমার মন থেকে তাদের জন্য শুভকামনা রাইল।

শহীদ

সম্পর্কিত বিষয়:

×