ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

তরুণদের দল কি ক্ষমতায় আসবে ?

প্রকাশিত: ২১:২৩, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

তরুণদের দল কি ক্ষমতায় আসবে ?

বাংলাদেশের ভোটের হিসাব বরাবরই জটিল। প্রায় ১২ কোটি ভোটারের মধ্যে তিন কোটি তরুণ, যারা এবারই প্রথম বা দ্বিতীয়বার ভোট দিতে যাচ্ছে। এই বিশাল ভোট ব্যাংক কি পুরনো রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারবে? নাকি আবারো নৌকা ও ধানের শীষের লড়াইয়েই আটকে যাবে বাংলাদেশ?

তরুণদের একটি বড় অংশ মনে করে, পুরনো দলগুলো তাদের চাহিদা বোঝে না। চাকরির বাজারের অস্থিরতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শিক্ষার মান নিয়ে উদ্বেগ এসব প্রশ্নের উত্তর নেই পুরনো রাজনীতির কাছে। তাই তারা নতুন বিকল্পের দিকেই চোখ দিচ্ছে।

ঢাকার এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলল, “আমাদের বাবা-মা ধানের শীষ বা নৌকায় ভোট দিতেন, কারণ তারা ওই রাজনীতিতেই অভ্যস্ত। কিন্তু আমরা চাকরি চাই, সিস্টেমের পরিবর্তন চাই।”

তরুণরা কি ঐক্যবদ্ধ?
তরুণ ভোটারদের নিয়ে বড় প্রশ্ন হলো—তারা কি আদৌ ঐক্যবদ্ধ?

বাংলাদেশে ভোট দেওয়া এখনো পরিবার-কেন্দ্রিক ব্যাপার। বাবা-মায়ের রাজনৈতিক আনুগত্য অনেক ক্ষেত্রেই সন্তানদের ভোটের সিদ্ধান্তকে প্রভাবিত করে।

একজন তরুণ ভোটার বলেন, “আমার বাবা বলছেন, নতুন দলের পেছনে ভোট নষ্ট করো না, অভিজ্ঞদের দাও। কিন্তু আমি ভাবছি, যারা এতদিন কিছুই পরিবর্তন করতে পারেনি, তাদের ভোট দিয়ে লাভ কী?”

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যদি তরুণদের ভাবনা পরিবারের আলোচনার টেবিলে জায়গা নিতে পারে, তাহলে বয়স্কদের ভোটেও পরিবর্তন আসতে পারে।

শহর বনাম গ্রাম – পরিবর্তনের আসল লড়াই
শহরের তরুণদের মধ্যে পরিবর্তনের ভাবনা থাকলেও, বাংলাদেশের ভোটের আসল লড়াই হয় গ্রামে। সেখানে এখনো রাজনীতি মানেই ধানের শীষ বা নৌকা।

একজন বৃদ্ধ কৃষক বলেন, “আমি এই বয়সে নতুন কিছু বুঝতে চাই না। যাদের জানি, তাদের ভোট দেব।”

এটাই নতুন শক্তির সবচেয়ে বড় বাধা। তারা কি গ্রামে সংগঠিত হতে পারবে? বয়স্কদের মন জয় করতে পারবে? বিএনপি ও আওয়ামী লীগের গ্রাম পর্যায়ে সাংগঠনিক শক্তি অনেক বেশি, যা নতুন শক্তির নেই।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, “যদি নতুন দলগুলো সত্যিই পরিবর্তন চায়, তাহলে তাদের শুধু সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালিয়ে হবে না, মাঠে নামতে হবে।”

পরিবর্তন আসবে, নাকি হতাশ হবে তরুণরা?
একটা জিনিস নিশ্চিত—তরুণ ভোটাররা উদাসীন নয়। তারা ভোট নিয়ে ভাবছে, বিতর্ক করছে।

কিন্তু তারা কি আসলেই বাংলাদেশের প্রতিটি কোনায় তাদের পক্ষে মানুষকে টানতে পারবে? নাকি নির্বাচনের আগেই হতাশ হয়ে পড়বে?

উত্তর লুকিয়ে আছে সময়ের গর্ভে। তবে একথা স্পষ্ট, বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ এখন তরুণদের হাতেই।

সূত্রঃ https://www.youtube.com/watch?v=5aliiFX8NpI

রাজু

×