ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

বিএনপি তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার দল নয়: আলাল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১:২০, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

বিএনপি তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার দল নয়: আলাল

ছবি: সংগৃহীত

বিএনপি তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার দল নয় বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) পটুয়াখালী জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় তিনি এমন মন্তব্য করেন।
তিনি বলেন, "আজকে আবার নতুন করে দেখা যাচ্ছে, আগামী শুক্রবার ঘোষণা ( নতুন দল গঠনের) আসছে। আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের সন্তান, আমাদের ছোট ভাইদের একটি সংগঠন। তাদেরকে স্বাগত জানাই। তাদেরকে স্বাগতম জানাই, ধন্যবাদ জানাই আপনারা আসেন। মানুষের সামনে আপনাদের কর্মসূচি দেন। জুলাই-আগস্ট অভ্যুত্থানে আপনারাও আমাদের সঙ্গে ছিলেন। আমরা আপনাদেরকে ধন্যবাদ দেই।"
তিনি আরও বলেন, "আপনারা মানুষের কাছে যাবেন। মানুষ আপনাদেরকে বিবেচনায় নিবে। নেয়ার পরবর্তী ফলের অপেক্ষায় থাকতে হবে। তার আগে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না দয়া করে। বিএনপি তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার দল না। বিএনপি প্রমাণ করেছে, এই বাংলাদেশের মানুষের হৃদয়ের গভীরে যে দলের শিকড় অনেক শক্ত ভাবে জড়িয়ে হয়ে আছে সেই দলটির নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।"

সূত্র: https://youtu.be/HHH-NZLm6Co?si=JEX3J-gqtT_EQkI6

এমটি

×