ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

জাতীয় নির্বাচনের আগে আর কোন নির্বাচন মেনে নেয়া হবেনা: জয়নুল আবেদিন

স্টাফ রিপোর্টার, নীলফামারী

প্রকাশিত: ২০:২৬, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

জাতীয় নির্বাচনের আগে আর কোন নির্বাচন মেনে নেয়া হবেনা: জয়নুল আবেদিন

অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারর্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, দেশের মানুষ অন্তর্বর্তী সরকারকে বিশ্বাস করছে, আরও করবে। কিন্তু এখন বিশ্বাসের ঘরে ষড়যন্ত্র মনে হচ্ছে।

তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুথানকে যদি সমুন্নত রাখতে চান, তাহলে অচিরেই জাতীয় নির্বাচন দিয়ে মতা হস্তান্তর করুন। জনগণ ভোট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, অপেক্ষা কেবল তারিখের। জাতীয় নির্বাচনের আগে আর কোন নির্বাচন মেনে নেয়া হবেনা।  

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উত্তরাঞ্চলের নীলফামারী জেলা শহরের শহীদ মিনার মাঠে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করাসহ ৪ দফা দাবিতে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জেলা বিএনপির সভাপতি আ খ ম আলমগীর সরকারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জহুরুল আলমের  সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যাপক আমিনুল ইসলাম। এ ছাড়া সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সমাবেশ উপলক্ষে কয়েক হাজার নেতাকর্মী সকাল থেকেই আসতে শুরু করে। সমাবেশ স্থল কানায় কানায় পূর্ণ হয় শহীদ মিনার মাঠ। খালেদা জিয়া, তারেক রহমান ও খালেদা জিয়ার ভাগ্নে সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিয়ান চৌধুরী তুহিনের ছবিসহ নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে সমাবেশস্থল।

সমাবেশে নীলফামারী জেলা ও ৬ উপজেলা এবং ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ছাড়াও জেলা আইনজীবী ফোরাম, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ওলামা দল, কৃষক দল, তাঁতী দল,মহিলা দল ও জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।

সমাবেশে জয়নুল আবেদিন ফারুক বলেন, ১৮ বছর পর নীলফামারী এলাম। আওয়ামী লীগের সময় নীলফামারীতেও আমার বিরুদ্ধে মামলা করা হয়েছিল। তিনি আরও বলেন আপাতত যে কাজ করলে দ্রুততম সময়ে নির্বাচন করা সম্ভব, সেই কাজগুলো শেষ করার তাগিদ দেন অন্তবর্তীকালীন সরকারকে। 

তিনি বলেন, ডানে বামে এদিক সেদিক টালবাহানা করে কোনো সময় ক্ষেপণ করবেন না। এটা জনগণ মেনে নেবে না। কবে কখন কিভাবে নির্বাচন হবে, নির্বাচনের রোডম্যাপ অবিলম্বে ঘোষণা করে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে।

তিনি বলেন,নতুন দল হবে। নতুন দলকে স্বাগতম জানাই। কিন্তু নতুন দল করে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করলে জনগণ মেনে নেবে না। আগে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। নির্বাচিত প্রতিনিধিরাই ঠিক করবে কখন স্থানীয় নির্বাচন হবে। কি কি সংস্কার করা দরকার সেটা জাতীয় সংসদ সদস্যরাই ঠিক করবে।

তিনি বলেন, আভাস পাওয়া যাচ্ছে নতুন দল হবে। নতুন দলকে স্বাগতম জানাই। কিন্তু নতুন দল করে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করলে জনগণ মেনে নেবে না।তিনি আরও বলেন, রোজার আগে আবারও যাতে নিত্যপণ্যের সিন্ডিকেট না হয় সেদিকে আপনাদের (অন্তর্বর্তী সরকার) নজর দিতে হবে।

খালেদা জিয়া প্রসঙ্গে  জয়নুল আবদিন ফারুক বলেন, অচিরেই তারেক রহমানকে নিয়ে দেশে ফিরবেন খালেদা জিয়া। আল্লাহ ছাড়া তাদেরকে কেউ ঠেকাতে পারবে না। সারা দেশের বিএনপির গণজোয়ার সৃস্টি হয়েছে। 

ফারুক আরও বলেন আমরা (বিএনপি) যদি সরকার গঠন করতে পারি তাহলে বাংলাদেশে আর কোনোদিনও ফ্যাসিস্টের জন্ম হবে না। কোনোদিনও সংবাদপত্রের স্বাধীনতা বন্ধ করা হবে না। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করতে পারবে।

আশিক

সম্পর্কিত বিষয়:

×