ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সাদ্দামের দেশ ছাড়ার ভিডিও ভাইরাল (ভিডিও সহ)

প্রকাশিত: ২০:২৫, ২৫ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২১:৪১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সাদ্দামের দেশ ছাড়ার ভিডিও ভাইরাল (ভিডিও সহ)

ছবি: সংগৃহীত।

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের দেশত্যাগের গুঞ্জন গত ৫ আগস্ট থেকেই শোনা যাচ্ছিল, যা শেখ হাসিনার পতনের দুই দিন আগের ঘটনা। এরপর থেকে তিনি আর প্রকাশ্যে দেখা যাননি, যদিও ভার্চুয়ালি কিছু টকশোতে তার উপস্থিতি লক্ষ্য করা গেছে।

প্রায় সাড়ে ছয় মাস পর, হঠাৎ একটি ভিডিও গণমাধ্যমের হাতে আসে, যেখানে দাবি করা হয়, মঙ্গলবার রাতে তিনি ভারত পালিয়ে যেতে পারেন।

ভিডিওটির সূত্র জানায়, সাদ্দাম হোসেন নেত্রকোনার দুর্গাপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করতে পারেন।

ভিডিওটি দেখতে লিংকে ক্লিক করুন: https://drive.google.com/file/d/1k5wUziltLwvLLlIsDW2doohwrHTRRyV-/view

ভিডিওটি সাদ্দামকে বহনকারী গাড়ির চালকের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বলা হয়েছে, গাড়িটি দুপুরে দুর্গাপুরের একটি পেট্রোল পাম্প থেকে জ্বালানি নিয়েছে। গাড়ির রং সাদা, এবং চালকের বাড়ি বরিশাল বিভাগে।

ভিডিওতে দেখা যায়, চালক মোবাইল ক্যামেরায় ভিডিও ধারণ করছেন এবং একই সঙ্গে গাড়ি চালাচ্ছেন। পেছনের সিটে সাদ্দাম একা ঘুমিয়ে আছেন, আর চালকের পাশের আসনে ঘুমিয়ে আছেন তার একজন সহকারী।

তবে ভিডিওটি আসলে কখন ধারণ করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ভিডিও প্রেরণকারী দাবি করেছেন, মঙ্গলবার বিকেলেই সাদ্দামকে সীমান্তের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

সায়মা ইসলাম

×