ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

বিএনপি ক্ষমতায় গেলে সব ছাত্রের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক: মেজর হাফিজ

প্রকাশিত: ২০:২৪, ২৫ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২০:৩৪, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

বিএনপি ক্ষমতায় গেলে সব ছাত্রের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক: মেজর হাফিজ

আমাদের দল দেশ পরিচালনার দায়িত্ব পায়, তাহলে দেশের প্রতিটি ছাত্রকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের আওতায় আনা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রবীণ সেনা কর্মকর্তা ও রাজনৈতিক নেতা মেজর হাফিজ।

তিনি বলেন, "বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে প্রশিক্ষণের ঘাটতি রয়েছে, যা ২৫ ফেব্রুয়ারির ঘটনার সময় স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। সেনাপ্রধান মইনু আহমেদের উচিত ছিল তার কমরেডদের রক্ষা করা, কিন্তু তিনি অনির্বাচিত প্রধানমন্ত্রীর কক্ষে অপেক্ষা করছিলেন।"

তিনি স্মরণ করেন, ১৯৭১ সালে মাত্র ২৫ জন অফিসার পূর্ব পাকিস্তান সেনাবাহিনী থেকে বিদ্রোহ করে বাংলাদেশ সেনাবাহিনী গঠন করেছিলেন। সেই সময়ের মনোবল আর চেতনাকে বর্তমান সেনাবাহিনীর মধ্যে দেখতে না পাওয়ার আক্ষেপ প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, "আমরা যখন ১৯৭৬ সালে অবসর গ্রহণ করি, তখন সেনাবাহিনীর ইউনিফর্মও ছিল না। আজকে আধুনিক সরঞ্জাম থাকলেও সঠিক মনোবল ও নেতৃত্বের অভাব রয়েছে। ২৫ ফেব্রুয়ারির হত্যাকাণ্ড প্রতিরোধ করা সম্ভব হতো যদি আমরা বা অন্য কোনো মুক্তিযোদ্ধা অফিসার সেখানে থাকতাম।"

তিনি শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, "শহীদ পরিবারগুলোর দুঃখ চিরকাল মনে থাকবে। অবশেষে, বর্তমান সরকার শহীদ সেনাদের স্বীকৃতি দিয়েছে, যা প্রশংসনীয়।"

এছাড়া, তিনি দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে বলেন, "বাংলাদেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তবে আমি গর্বিত যে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাহসিকতার সঙ্গে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন।"

তিনি আরও বলেন, "একজন সৈনিক সবসময় সৈনিকই থাকে। দেশকে রক্ষার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আমরা যদি ক্ষমতায় আসি, তাহলে দেশের প্রতিটি শিক্ষার্থীকে সামরিক প্রশিক্ষণের আওতায় আনা হবে, যাতে তারা যেকোনো সংকটে দেশ রক্ষায় সক্ষম হয়।"

বাংলাদেশের সাম্প্রতিক গণঅভ্যুত্থানের প্রশংসা করে তিনি বলেন, "যুবসমাজের আন্দোলন আন্তর্জাতিক অঙ্গনে আমাদের সম্মান বৃদ্ধি করেছে। ভবিষ্যতে দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করব।"

সূত্রঃ https://youtu.be/5aXbmuzBdCs?si=xAH_69NgbT_39FK_

রাজু

×