ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

দেরিতে নির্বাচন হলে কাদের স্বার্থ উদ্ধার হবে?: তারেক রহমান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৬, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

দেরিতে নির্বাচন হলে কাদের স্বার্থ উদ্ধার হবে?: তারেক রহমান

ছবি: সংগৃহীত

নির্বাচন দেরিতে হলে কাদের স্বার্থ রক্ষা করা হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) কুমিল্লার টাউন হল মাঠে বিএনপির কুমিল্লা মহানগর শাখার দ্বিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য দেওয়ার সময় তিনি এমন প্রশ্ন করেন।

তিনি বলেন, "কিছু সংখ্যক ব্যক্তি কিছু সংখ্যক সংগঠন কথায় কথায় বলে উঠে, 'বিএনপি শুধু নির্বাচন চায়, বিএনপি নির্বাচন ছাড়া কিছু বুঝেনা' বিএনপি তো একটি রাজনৈতিক দল। আমরা যেহেতু জনগণের শাসনে বিশ্বাস করি, জনগণের রাজনৈতিক শক্তিতে বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি, ভোটের রাজনীতিতে বিশ্বাস করি, স্বাভাবিক ভাবে আমরা ভোট বা নির্বাচন চাইবো। এটিই স্বাভাবিক ব্যাপার। একটি স্বাভাবিক ব্যাপারকে কেনো কিছু সংখ্যক লোক অস্বাভাবিক ব্যাপারে পরিণত করতে চাইছে সেটি আমাদের চিন্তা করে দেখতে হবে। তাদের অন্য কোনও লক্ষ্য-উদ্দেশ্য আছে কিনা সেটি আমাদেরকে ভেবে দেখতে হবে।"

তারেক রহমান আরও বলেন, "বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন যদি বিলম্বিত হয়, তাহলে কারা সুবিধাপ্রাপ্ত হবে? কাদের স্বার্থ উদ্ধার হবে? এটি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশে যদি আমরা গণতন্ত্রের ভিত্তি রচনা করতে পারি, গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে পারি তাহলে এই দেশকে আর এই দেশের মানুষকে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে।"

এমটি

×