ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

বাংলাদেশ সেনাবাহিনী আমাদের শক্তি: মির্জা ফখরুল

প্রকাশিত: ১৯:৩৫, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশ সেনাবাহিনী আমাদের শক্তি: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের যেকোনো সংকটে বাংলাদেশ সেনাবাহিনী জাতির পাশে দাঁড়িয়েছে এবং অতীতের মতো ভবিষ্যতেও তাদের ভূমিকাকে গুরুত্ব সহকারে দেখা উচিত।

মির্জা ফখরুল বলেন, "বাংলাদেশ সেনাবাহিনী আমাদের শক্তি। আমরা দেখেছি, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর দমন-পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। একইভাবে ৭ নভেম্বর ঐতিহাসিক সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশকে স্বাধীনতার মূল চেতনায় ফিরিয়ে আনা হয়েছিল।"

তিনি আরও বলেন, সাম্প্রতিক গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে দেশের জনগণ নতুন এক সম্ভাবনার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে।

বিএনপি মহাসচিব বলেন, "দেশের জনগণ আজ গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ঐক্যবদ্ধ হয়েছে। শেখ হাসিনা সরকারের ফ্যাসিবাদী নীতির বিরুদ্ধে ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের প্রত্যাশা, এই সরকার জনগণের স্বপ্ন পূরণে কার্যকর ভূমিকা রাখবে।"

তিনি আরও বলেন, দেশের স্থিতিশীলতা বজায় রাখতে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। এ জন্য অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে সতর্ক করে তিনি বলেন, "কিছু গোষ্ঠী পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। আমরা সবাইকে আহ্বান জানাই, বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নিতে হবে।"

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, "শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং দেশনেত্রী খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতন্ত্র ও দেশের স্বার্থ রক্ষায় আমাদের সবাইকে সাহসী ভূমিকা রাখতে হবে।"

ভিডিও সূত্র: https://youtu.be/hfLpyo6U8Y4?si=jxnnjIUOv2c7_xrO

এম.কে.

×