ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

পাথরের সঙ্গে মাথা ঠুকলে পাথর ভাঙে না, মাথা ভেঙে যায়: মোয়াজ্জেম হোসেন আলাল

প্রকাশিত: ১৯:১২, ২৫ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৯:১৩, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

পাথরের সঙ্গে মাথা ঠুকলে পাথর ভাঙে না, মাথা ভেঙে যায়: মোয়াজ্জেম হোসেন আলাল

পটুয়াখালী জেলা বিএনপির জনসমাবেশে বক্তব্য দিতে গিয়ে চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, “পাথরের সঙ্গে মাথা ঠুকলে পাথর ভাঙে না, নিজের মাথা ভেঙে যায়। অতএব বিএনপির সঙ্গে ঠোকাঠুকি করতে আসবেন না।” তিনি সতর্ক করে বলেন, বিএনপির সঙ্গে ঠোকাঠুকি করার চেষ্টা করলে ক্ষতি শুধুমাত্র নিজের হবে।

মোয়াজ্জেম হোসেন আলাল জানান, আগামী শুক্রবার নতুন দলের ঘোষণা আসছে এবং তাদেরকে BNP স্বাগত জানাবে। তিনি বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানে যারা বিএনপির সঙ্গে ছিলেন, তারা এখন জনগণের কাছে যাবেন এবং ফলাফলের জন্য অপেক্ষা করবেন। তিনি বলেন, বিএনপি তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার দল নয় এবং কেউ কোনো কিছু উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না।

তিনি আরও বলেন, বিএনপির জন্য আগামী নির্বাচন একটি কঠিন পরীক্ষা হতে চলেছে। নির্বাচনে অনেক দল, শক্তি এবং অপশক্তি মিলে বিএনপিকে ঠেকানোর চেষ্টা করছে। মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, যদি নিজেদের মধ্যে ভাতৃত্ববোধ, বন্ধুত্ব এবং সৌহার্দ্য দৃঢ় না করা যায়, তবে ফ্যাসিস্ট সরকারের অনুচররা তাদের মধ্যে ঢুকে যেতে পারে।

আজ মঙ্গলবার বিকেল ৪টায় পটুয়াখালী শহরের আলাউদ্দিন শিশু পার্কে জেলা বিএনপির আয়োজনে জনসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিভিন্ন দাবিও উত্থাপন করা হয়, এর মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণ, নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি এবং রাষ্ট্রে কথিত ফ্যাসিবাদের চক্রান্তের মোকাবেলা অন্তর্ভুক্ত ছিল।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্ন মিয়া, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোয়াজ্জেম হোসেন আলাল। সমাবেশ সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি। এ ছাড়াও, সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারেফ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, সহ দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন, সদস্য হাসান মামুন, এবং সদস্য ইঞ্জ. এ.কে.এম ফারুক আহমেদ তালুকদার প্রমুখ।

সায়মা ইসলাম

×