ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

হাসিনার নেতৃত্বে পিলখানা হত্যাকাণ্ডে যোগসাজশ করা হয়েছে: ফখরুল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬:৪১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

হাসিনার নেতৃত্বে পিলখানা হত্যাকাণ্ডে যোগসাজশ করা হয়েছে: ফখরুল

ছবি: সংগৃহীত

হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ অত্যন্ত পরিকল্পিতভাবে পিলখানা হত্যাকাণ্ডে যোগসাজশ করে। এবং যথাসময় যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তারা এই ঘটনাগুলো ঘটতে দেন- বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, "আজ বাংলাদেশের সেনাবাহিনীর জন্যে একটি কালো দিন। এই দিন বাংলাদেশের শত্রুরা এবং বাংলাদেশের সেনাবাহিনীর শত্রুরা চক্রান্ত করে, বিডিআর অভ্যুত্থানের নাম করে সেনাবাহিনীর চৌকস ৫৭ জন সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করে এবং একটা তছনছ করে দেওয়ার অবস্থা সৃষ্টি করে। বাংলাদেশের শত্রুদের প্রধান উদ্দেশ্য ছিল বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় আঘাত হানা। এবং বাংলাদেশের সেনাবাহিনীর যেন মনোবল নষ্ট হয়ে যায়, যেন তারা দুর্বল হয়ে যায় সেই কারণে এই ঘটনাগুলো ঘটনা হয়েছিল।"

তিনি আরও বলেন, "সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় তখন যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনাটির সঙ্গে যোগসাজশ করে, যথাসময় যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে এই ঘটনাগুলো ঘটতে দেন। দুদিন ধরে বিডিআর পিলখানাতে এই হত্যাযজ্ঞ চলে। এবং আজ পর্যন্ত এটার পূর্ণাঙ্গ, সঠিক নিরপেক্ষ তদন্ত হয়নি।"

ফখরুল বলেন, "আমরা সরকারকে ধন্যবাদ জানাতে চাই যে তারা অন্তত এটাকে শহীদ সেনাদিবস হিসেবে ঘোষণা করেছেন। এবং আমরা আশা করব যে এটার পূর্ণাঙ্গ, সঠিক নিরপেক্ষ তদন্ত করে সঠিক বিষয়টিকে উদঘাটন করা হবে। যারা দায়ী তাদের শাস্তি নিশ্চিত করা হবে।"

সূত্র: https://youtu.be/__XstXaOZHE?si=-xk85Z29K_TVwGSN

এমটি

×