ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

বাবা নোমানকে নিয়ে যা বললেন ছেলে সাঈদ

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১৫:১২, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

বাবা নোমানকে নিয়ে যা বললেন ছেলে সাঈদ

ছবিঃ সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান আজ (২৫ ফেব্রুয়ারি) ভোর ৬টায় ঢাকার ধানমন্ডির বাসায় অসুস্থ হয়ে পড়েন এবং স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। 

তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুসহ জ্যেষ্ঠ নেতারা তার ধানমন্ডির বাসায় ছুটে যান। মির্জা ফখরুল বলেন, "বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তিনি প্রশংসনীয় ভূমিকা পালন করেছিলেন। '৭১-এর স্বাধীনতাযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।" 
তার ছেলে জানান তার বাবা একজন গুণী মানুষ ছিলেন এবং তিনি শুধু বাবা নন আব্দুল্লাহ আল নোমান একটি প্রতিষ্ঠানের নাম। তিনি আরো বলেন আব্দুল্লাহ আল নোমান তারেক রহমান এবং খালেদা জিয়াকে দেখতে লন্ডন যেতে চেয়েছিলেন।

জাফরান

×