ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

বিএনপি না চাইলে একটা সংস্কারও বাস্তবায়ন হবে না: ইনকিলাব মঞ্চ

প্রকাশিত: ১৫:১০, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

বিএনপি না চাইলে একটা সংস্কারও বাস্তবায়ন হবে না: ইনকিলাব মঞ্চ

ছবিঃ সংগৃহীত

বিএনপি সংস্কার না চাইলে একটা সংস্কারও বাস্তবায়ন হবে না বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী। 

হাদী আরও বলেন, উপদেষ্টারা যদি চায়ও বিএনপি না চাইলে একটা সংস্কারও হবে না। বিএনপিকে বলবো আগামী ৫ বছরের চিন্তা না করে, ইতিহাস আপনাদের একটা সুযোগ দিয়েছে আগামী ৫০ বছর পরের একটা ইতিহাস তৈরি করুন। এই সংস্কারগুলো করার জন্য আপনারা আগান। বাংলাদেশের সবচেয়ে বড় দল আপনারা, আপনাদের ভূমিকা বেশি থাকতে হবে। বিএনপি ও জামায়াত যদি মৌলিক বিষয়গুলো তে এক থাকে, কোনো ষড়যন্ত্র মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।  

তিনি আরও বলেন, সারাদেশে কমিউনিটি পুলিশ আছে আপনারা জানেন, সেই কমিউনিটি পুলিশ আওয়ামী লীগের দোসর দিয়ে ভরা। যেহেতু বর্তমানে পুলিশ ও আর্মি ফাংশনাল না, আমরা বলেই দিয়েছি জীবন দিয়ে হলেও জুলাইয়ের বাংলাদেশকে বাঁচিয়ে রাখব। অতি দ্রুত আপনারা ছাত্র-জনতাকে সাথে কমিউনিটি পুলিশ গড়ে তুলেন। আমরা প্রত্যাশা করি সরকার যদি ছাত্র-জনতাকে নিয়ে এই কমিউনিটি পুলিশ গড়ে তুলে, ১৫ দিনের ভিতর সব চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। 

 

সূত্রঃ https://youtu.be/Fqb7zh_ahqE?si=7qz7PNIkwTJxIDuA

রিফাত

×