ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

সাত বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির বর্ধিত সভা

প্রকাশিত: ১৪:৩৮, ২৫ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৪:৩৯, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

সাত বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির বর্ধিত সভা

ছবি: সংগৃহীত

সাত বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্ধিত সভা। আগামী ২৭ ফেব্রুয়ারি সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিতব্য সভায় অংশ নেবেন জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পর্যায়ের প্রায় ৪,০০০ প্রতিনিধি।

২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি নির্বাহী কমিটির বর্ধিত সভা ডেকেছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। ফ্যাসিস্ট সরকারের আমলে গ্রেফতার আতঙ্কের মধ্যেই সেই সভা অনুষ্ঠিত হয়। নির্বাহী কমিটির প্রায় ৮০ ভাগ সদস্য সর্বশেষ ঐ সভায় উপস্থিত ছিলেন। এর কয়েকদিন পরে ফ্যাসিস্ট সরকারের মিথ্যা দুর্নীতি মামলায় সাজা নিয়ে কারাগারে যান খালেদা জিয়া। এরপর নানা চড়াই উতরায়ে পথ চলেছে বিএনপি। রাজপথে সক্রিয় থাকলেও সারাদেশের প্রতিনিধিদের সাথে সমন্বয়ে বর্ধিত সভার সুযোগ আর হয়নি।

গতবছর ৫ আগস্ট বদলে গেছে রাজনীতির মানচিত্র। সাত বছর পর আবারো হচ্ছে বিএনপির বর্ধিত সভা। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে ২৭ সদস্যের বাস্তবায়ন কমিটি বিশাল এ আয়োজন সফল করতে প্রস্তুতি নিচ্ছে।

রুহুল কবির রিজভী বলেন, আন্দোলনে নিহত, আহত ও ভুক্তভোগী নেতাকর্মীরা কী অবস্থায় আছেন এবং সংগঠনের সার্বিক অবস্থা নিয়েই আলোচনা হবে এই বর্ধিত সভায়। এই কারণেই সভাটি আহ্বান করা হয়েছে। মূলত তৃনমূলের মতামত নেওয়া ও কী করণীয়, দলের প্রধানরা সেটি বলবেন।

সভায় রাজনৈতিক প্রেক্ষাপট এবং সাংগঠনিক বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখবেন তৃনমূলের নেতারা, আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সিনিয়র নেতারা আগামী দিনের রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিবেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ”দলের জন্য একদিন খুব কম সময়, তারপরেও সেই একদিনকেই কাজে লাগানো যেতে পারে”। রাজনীতির মাঠে আওয়ামী লীগ নেই, তবে বৃহত্তম দল হিসেবে বিএনপি এখন একটি ক্রান্তিকাল পার করছে বলে সতর্ক থাকতে বলা হবে নেতাকর্মীদের। যেসব নেতাকর্মীদের বিরুদ্ধে ভাংচুরের অভিযোগ প্রমাণ হয়েছে, তাদেরকে দল থেকে বহিস্কার করা হয়েছে। এই বর্ধিত সভা দলকে আরো শক্তিমালী করবে বলে মনে করেন মির্জা ফখরুল।

কমিটিতে কোনো পর্যায়ে পরিবর্তন না এলেও স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রম হিসেবে সাড়া ফেলেছে বিএনপির এই বর্ধিত সভা।

সূত্র: https://youtu.be/FOun8hf3QPk?si=bZ2VMboUbBfgQteb

মায়মুনা

×