ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

নির্বাচনের তারিখ না দেয়ার কারণেই আজকের এই সঙ্কট: জয়নুল আবদিন ফারুক

প্রকাশিত: ১৪:২১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

নির্বাচনের তারিখ না দেয়ার কারণেই আজকের এই সঙ্কট: জয়নুল আবদিন ফারুক

ছবিঃ সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক মন্তব্য করেছেন, জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার বিলম্বের কারণে দেশে সংকট বৃদ্ধি পাচ্ছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রগতিশীল জাতীয়তাবাদী দলের আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

ফারুক আরও বলেন, "নতুন দল গঠন করে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা জনগণ মেনে নেবে না। নির্বাচিত প্রতিনিধিরাই ঠিক করবে স্থানীয় নির্বাচনের সময় ও সংস্কার।"

তিনি ফ্যাসিবাদবিরোধী ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, "বিএনপি যদি সরকার গঠন করতে পারে, বাংলাদেশে ফ্যাসিস্ট শাসনের জন্ম হবে না। সংবাদপত্রের স্বাধীনতা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করতে পারবে।"

জাফরান

×