ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

উপদেষ্টা আসিফ

অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ বিব্রতকর বক্তব্য দিচ্ছেন

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১৩:০৮, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ বিব্রতকর বক্তব্য দিচ্ছেন

ছবিঃ সংগৃহীত

জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রাজনৈতিক নেতাদের বক্তব্যের শালীনতা ও সংযমের বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ বিব্রতকর বক্তব্য দিচ্ছেন। তাদের ভাষা আরও মার্জিত ও ভদ্রোচিত হওয়া উচিত।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সুস্থ রাজনৈতিক পরিবেশ গঠনের জন্য নেতাদের দায়িত্বশীল আচরণ করা জরুরি। তিনি উল্লেখ করেন, “রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, তবে আমাদের উচিত শালীনতা বজায় রেখে জনগণের সামনে বক্তব্য প্রদান করা।

তিনি আরও বলেন, রাজনৈতিক নেতাদের বক্তব্য সরাসরি জনসাধারণের ওপর প্রভাব ফেলে, তাই যেকোনো মন্তব্য করার সময় ভেবে করা উচিত।

 

সূত্র: https://www.facebook.com/share/r/18kUg3H5N5/

জাফরান

×