ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

সবাই নেতা হতে চাচ্ছে, ছাত্রদের মধ্যে লোভ ঢুকিয়ে দিয়েছে বর্তমান সরকার : মাসুদ কামাল

প্রকাশিত: ০৬:৫৭, ২৫ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০৬:৫৯, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

সবাই নেতা হতে চাচ্ছে, ছাত্রদের মধ্যে লোভ ঢুকিয়ে দিয়েছে বর্তমান সরকার : মাসুদ কামাল

ছবি:সংগৃহীত

সবাই নেতা হতে চাচ্ছে, ছাত্রদের মধ্যে লোভ ঢুকিয়ে দিয়েছে বর্তমান সরকার: মাসুদ কামাল

সাংবাদিক মাসুদ কামাল মন্তব্য করেন, সবাই নেতা হতে চাচ্ছে, কারন তারা যথাযথ কোন প্রক্রিয়ার মধ্যে আসে নি। হঠাৎ করে বড় হয়ে গেছে, যার জন্য সম্পূর্ণ দ্বায়ী এই সরকার।  

 

 

 

 

 

প্রথমে সরকার যেই মারাত্মক ভুলটি করেছে তা হলো ছাত্রকে মন্ত্রী বানিয়ে দিয়েছে, যার ফলে সমস্ত ছাত্র- ছাত্রদের মধ্যে লোভ ঢুকিয়ে দিয়েছে, যেমন: ক্ষমতার লোভ, অর্থের লোভ ইত্যাদি। উনারা একটি দল করছেন।

 

 

 

 

 

 

এই দল ঘোষনা কতবার পিছিয়েছে? কেন পিছিয়েছে? পেছানোর কারন হলো নেতৃত্বের আকাঙ্খার জন্য পিছিয়েছে। তিনি এই আকাঙ্খাকে "কামড়াকামড়ি " সম্ভোধন করে দু:খের সহিত বলেন, এদের কে এভাবে আমি সম্ভোধন করতে চান নি। পদের নাম জেষ্ঠ যুগ্ন আহবায়ক কারন যুগ্ন আহবায়ক বললে উনাদের ইজ্জতে লেগে যায়।

 

 

 

 

 

 

কারুরই মন ভরে না। বলছে, আমি আরও বড়, আমাকে আরও বড় পদ দেওয়া হচ্ছে না কেন? জেষ্ঠ যুগ্ন সদস্য সচিব, মানে কি? মানে হলো  তাকে ঐ যায়গায় স্থান দিতে হবে। তিনি জানান, আমার সাথে প্রথমদিনই একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক সমন্নয়ক এর আলাপ হয়, তার মন খুব খারাপ ছিল।

 

 

 

 

কারণ জিজ্ঞেস করায় সে বলে, সব পদ পেল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, ১ জন ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পদ পেল না। তার মানে প্রথম দিনেই এই সরকার সম্পুর্ণ স্টুডেন্ট ফোর্সকে ভেঙ্গে দিয়েছে।

আঁখি

×