ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কেমন হবে, সিদ্ধান্ত ভারতের: পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: ০৩:২৮, ২৫ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০৩:২৯, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কেমন হবে, সিদ্ধান্ত ভারতের: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারত সফরকালে যে বক্তব্য দিয়েছেন, তা পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তিনি ভারতীয় অতিথেয়তার মধ্যে থেকে কিছু বক্তব্য দিয়েছেন, যা উভয় দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে কতটা সহায়ক হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে বাংলাদেশের এক শীর্ষস্থানীয় নেতা বলেছেন, “আমাদের সিদ্ধান্ত স্পষ্ট—আমরা ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সম্পর্ক বজায় রাখতে চাই।” তিনি আরও বলেন, “বাংলাদেশের যেমন সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে যে, আমরা ভারতের সঙ্গে কেমন সম্পর্ক চাই, তেমনি ভারতকেও সিদ্ধান্ত নিতে হবে যে, তারা আমাদের সঙ্গে কেমন সম্পর্ক বজায় রাখতে চায়। এটি দুই পক্ষেরই বিষয়।”

ভারতের কিছু কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্য নেতাদের বাংলাদেশবিষয়ক মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, “এ ধরনের বক্তব্য দুই দেশ থেকেই আসছে। সম্পর্কের ক্ষেত্রে শুধু কে কী বলল, সেটার ওপর বেশি গুরুত্ব না দিয়ে, বরং আমরা কীভাবে সম্পর্ক উন্নয়ন করতে পারি, সেটাই ভাবা উচিত।”

ভিসা নীতি ও ভবিষ্যৎ করণীয়
সম্প্রতি ভারতীয় ভিসা প্রদান কমিয়ে দেওয়ার বিষয়ে তিনি বলেন, “ভিসা প্রদান ভারতের সার্বভৌম অধিকার। তারা কাকে দেবে বা দেবে না, সেটা তাদের সিদ্ধান্ত। তবে বাংলাদেশও বিকল্প খুঁজবে, এটা স্বাভাবিক।”

তিনি আরও বলেন, “আমরা ভালো সম্পর্ক চাই, তবে কোনো সমস্যা তৈরি হলে তার সমাধানের জন্য আমাদের নিজেদের প্রস্তুত থাকতে হবে।”

সূত্রঃ https://www.facebook.com/watch/?v=1178962423845183&rdid=ftRQQ67CMzPVrrfX

রাজু

×