ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

চিন্তায় পচন ধরেছে, কার উদ্দেশ্যে বললেন সাদিক কায়েম

প্রকাশিত: ০১:৪৮, ২৫ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০২:০৪, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

চিন্তায় পচন ধরেছে, কার উদ্দেশ্যে বললেন সাদিক কায়েম

আবু সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির শাখার সাবেক সভাপতি আবু সাদিক কায়েম এবার শহীদ আবু সাঈদ নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন।

সেখানে তিনি লিখেছেন, শহীদ আবু সাঈদ জুলাই বিপ্লবের ইমাম, শহীদদেরও ইমাম। গুলির সামনে বুক চিতিয়ে, দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা এক অমর প্রতীক। তাঁর শাহাদাতের বিনিময়ে আমরা পেয়েছি ফতহে গণভবনের নিশানা। শহীদদের মর্যাদা সর্বোচ্চ স্থানে। যারা আবু সাঈদের মতো বীরদের নিয়ে ঠাট্টা-তামাশা করে তাদের চিন্তায় পচন ধরেছে।

ফেসবুকে তিনি আরো লিখেছেন, যদি কিন্তু ছাড়া আমরা শহীদদের সম্মানের জায়গায় আপোষহীন। হোক আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, শান্ত, আলী  রায়হান কিংবা রিয়া গোপ।

আশিক

×