
ফজলুর রহমান
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, “আমরা কি ইউনিয়ন নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার চাইছিলাম? আমরা তো চেয়েছি জাতীয় নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার।”
বিএনপি নেতা জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করে বলেন, “আপনারা বিএনপিকে চাঁদাবাজ, দখলবাজ বলছেন। কিন্তু নিজেদের অতীত ও বর্তমান চরিত্র আয়নায় দেখুন। রাজশাহীর শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন জায়গায় কারা দখলদারি করছে?”
তিনি আরও বলেন, “শ্রমিকলীগ নেতাকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা বানানো হয়েছে। দেশের অর্থনীতি ধ্বংস করা এস আলমের দোসর রাজশাহীর নাবিল গ্রুপ এখন জামায়াতের কোলে। তারা প্রায় সাত হাজার কোটি টাকা লুট করেছে।”
ভোটের প্রসঙ্গ টেনে ফজলুর রহমান বলেন, “এই রাজশাহীতেই তারেক রহমান যাকে যেখানে ধানের শীষ দেবে, সেই প্রার্থীই জয়ী হবে। জামায়াত সারাদেশে বড়জোর ১০-১৫ শতাংশ ভোট পায়।”
আশিক