ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

জাতীয় নির্বাচন আগে হলে সংসদ সদস্যদের কাছে অপ্রত্যাশিত প্রভাব বলয় থাকেঃ হাসনাত আব্দুল্লাহ

প্রকাশিত: ২২:২৭, ২৪ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২২:২৮, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

জাতীয় নির্বাচন আগে হলে সংসদ সদস্যদের কাছে অপ্রত্যাশিত প্রভাব বলয় থাকেঃ হাসনাত আব্দুল্লাহ

ছ‌বি: সংগৃহীত

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে বড় দলগুলোর প্রভাব বিস্তারের চেষ্টা কমে আসবে, সেই সাথে অন্তর্বতীকালীন সরকারের নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার সক্ষমতাও প্রকাশ পাবে। কুমিল্লায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবির আন্দোলনে তাদের সংহতি রয়েছে।

"আমরা যেই ফ্রি ফেয়ার এন্ড পার্টিসিপেটরি নির্বাচনের কথা বলছি সেই জায়গা থেকে অতীতে আমাদের খুব বেশি সুখস্মৃতি নেই। আমরা দেখেছি যে স্থানীয় সরকার ব্যবস্থায় যেটি হয় যে যারা জাতীয় সংসদ সদস্য হয় তাদের একটি অপ্রত্যাশিত প্রভাব বলয় থাকে। সেই প্রভাব থেকে উত্তরণের জন্য এবং এই অন্তর্বর্তীকালীন সরকার কতটা জাতীয় পর্যায়ে নির্বাচন দেওয়ার সক্ষমতা অর্জন করেছে সেটিরও ফিল্ড অ্যাসেসমেন্ট করার জন্য এই যে স্থানীয় সরকার নির্বাচনটি আমরা মনে করি আগে হয়ে যাওয়া উচিত।"

আবীর

×