ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

সংস্কার নিয়ে কালবিলম্ব করা যাবে না: আন্দালিব পার্থ

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ২১:৪২, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

সংস্কার নিয়ে কালবিলম্ব করা যাবে না: আন্দালিব পার্থ

ছবিঃ আন্দালিব রহমান পার্থ, সংগৃহীত

বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, দ্রুত সংস্কার সম্পন্ন করতে হবে, যাতে একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হয়। কালবিলম্ব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

রোববার (২৪ ফেব্রুয়ারি) ভোলায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “গত ছয় মাসে সরকারের কর্মকাণ্ডে জনগণের আস্থা কমছে। স্বচ্ছ রাজনৈতিক প্রক্রিয়ার জন্য দ্রুত সংস্কার প্রয়োজন।”

তিনি আরও জানান, বিজেপি দল গোছানোর কাজ শুরু করেছে এবং রমজানের পর দেশব্যাপী কার্যক্রম আরও বাড়বে।

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পার্থ বলেন, “জনগণের সঙ্গে সরকারের সম্পৃক্ততা কম থাকায় সংকট বাড়ছে। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে এমন নেতৃত্ব দরকার, যারা জনগণের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে পারেন।”

 

সূত্র : https://www.youtube.com/watch?v=WO_qKzqcFB8&t=2s&ab_channel=ATNNews

জাফরান

×