ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

লক্ষ্য আমাদের একটাই, তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনা: রুমিন ফারহানা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১:৩৭, ২৪ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২১:৪৩, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

লক্ষ্য আমাদের একটাই, তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনা: রুমিন ফারহানা

ছবি: সংগৃহীত

“এখন নিজেদের মধ্যে কোনও সুযোগ নাই। লক্ষ্য আমাদের একটাই, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনা।- বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “ইনশাআল্লাহ গত ১৬ বছর আমার ভাইয়েরা অনেক কষ্ট করেছে। একেক জনের নামে শত শত মামলা হয়েছে। চাকরি করতে পারেন নাই, ব্যবসা করতে পারেন নাই, পরিবারকে  নিয়ে থাকতে পারে নাই। আমরা অনেক কষ্ট করে এই দ্বিতীয় স্বাধীনতা অর্জন করছি। এই স্বাধীনতা আমাদের সকলের ঘামে, রক্তে, পরিশ্রমে, নানা রকম নির্যাতনের মধ্যে দিয়ে এসেছে। সুতরাং এই স্বাধীনতাকে কোনভাবেই বৃথা হতে দেওয়া যাবে না।

সাবেক এই সংসদ সদস্য বলেন, “সুতরাং এখন নিজেদের মধ্যে বিবাদের কোন সুযোগ নাই। লক্ষ্য আমাদের একটাই মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দেওয়া।  লক্ষ্য আমাদের একটাই, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনা।  লক্ষ্য আমাদের একটাই আইন-শৃঙ্খলা একটা নির্বাচিত সরকারের মাধ্যমে ভালো অবস্থায় নিয়ে আসা। যদি বাংলাদেশ ভালো থাকে, বাংলাদেশের মানুষ ভালো থাকে, তাহলে বিএনপিও ভালো থাকবে।

তিনি আরও বলেন, “প্রিয় ভাইয়েরা আমার, কত বছর ভোট দিতে পারেন না? ১৫ বছর আমরা ভোট দিতে পারি না। আমরা বিএনপির নেতাসহ সারা বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছি কবে আমরা ভোট দিতে পারবো। কবে আমরা আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবো। 

 

এমটি

×