ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

শেখ হাসিনার গোপালগঞ্জে বিএনপির সমাবেশ; দ্রুত নির্বাচনের দাবি

প্রকাশিত: ২০:০০, ২৪ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২০:২৫, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

শেখ হাসিনার গোপালগঞ্জে বিএনপির সমাবেশ; দ্রুত নির্বাচনের দাবি

ছ‌বি: সংগৃহীত

জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিতে নির্বাচনের বিকল্প নেই। তাই দ্রুত রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপির নেতারা।

আজ ২৪শে ফেব্রুয়ারি সকালে গোপালগঞ্জের সমাবেশে তারা জানান, ১৯ বছর এই জেলায় তারা কোন কর্মসূচী করতে পারেননি। শেষ অব্দি স্বৈরাচার পালিয়ে যাওয়ায় মানুষ বাকস্বাধীনতা ফিরে পেয়েছে। সমাবেশে বিএনপির নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানায়।

সকাল সাড়ে দশটায় সমাবেশ শুরুর আগেই দলটির নেতাকর্মীরা ভিড় করতে থাকে।
সমাবেশে যুক্ত হয়ে নেতারা জানান আওয়ামিলীগের কারণে মানুষ এতদিন নির্যাতিত ছিল, ছাত্রজনতা আন্দোলন করে পৃথিবীর শ্রেষ্ঠ স্বৈরাচারকে বিতাড়িত করেছে। এতে সারাদেশের সাথে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে গোপালগঞ্জও।

আবীর

×