ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

চব্বিশের ইতিহাসের দায় থেকে নতুন রাজনৈতিক দলের জন্ম হচ্ছে: আরিফ সোহেল

প্রকাশিত: ১৯:৪২, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

চব্বিশের ইতিহাসের দায় থেকে নতুন রাজনৈতিক দলের জন্ম হচ্ছে: আরিফ সোহেল

রূপায়ন টাওয়ারে নাগরিক কমিটির কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেল বলেছেন, বিপ্লবের পরে জনগণের নতুন আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে নতুন রাজনৈতিক দলের জন্য। দেশের মানুষ ছাত্র-জনতাকে নতুনভাবে দেখতে চায়। রাজনীতির অতীতের ধারাবাহিকতা মানুষ দেখতে চায় না। জাতীয় নাগরিক কমিটি গঠিত হয়। যারাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল তাদের সবাইকে এই দলের যুক্ত করা হয়েছে। 

রাজনৈতিক দলটি চব্বিশের ইতিহাসের দায় থেকে জন্ম হচ্ছে। শহীদদের রক্তের উপর স্বপ্ন বাস্তবায়ন নিয়ে শুরু হচ্ছে। 

সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত রূপায়ন টাওয়ারে নাগরিক কমিটির কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেল রাজনৈতিক দল ঘোষণার পূর্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক  সম্মেলনে তিনি এ কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেল।

সায়মা ইসলাম

×