ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

আমার চ্যালেঞ্জ- প্রমাণ করো না পারলে নাকে খত দিতে হবে : সোহেল তাজ

প্রকাশিত: ১৭:৪৪, ২৪ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৮:২৪, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

আমার চ্যালেঞ্জ- প্রমাণ করো না পারলে নাকে খত দিতে হবে : সোহেল তাজ

ছবি: সংগৃহীত

একটি স্বার্থান্বেষী মহল থেকে আমার বিরুদ্ধে বি ডি আর  হত্যাকান্ডকে ঘিরে জঘন্য মিথ্যা অপপ্রচার করা হচ্ছে । আমি এর তীব্র নিন্দা জানাই এবং এই ধরণের মিথ্যাচার থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি । সঠিক সময়ে আমি যথাযথ প্রমাণ সহকারে এই মিথ্যাচারের জবাব দেব। তখন এই সকল মিথ্যাচারী দের নাকে খত দিতে হবে।

তিনি আরো বলেন,আমি বরাবরই বলে এসেছি যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্তের স্বার্থে আমি সার্বিক ভাবে সহায়তা করতে প্রস্তুত।

 

সূত্র : https://www.facebook.com/watch/?v=1306312047265421&rdid=X7NTPAIuObjhb1Mc

ফয়সাল

×