ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

নিষিদ্ধ ছাত্রলীগ ও ছাত্রশিবিরের সম্পৃক্ততা নিয়ে যা বলেছেন রিজভী

প্রকাশিত: ১৫:১৭, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

নিষিদ্ধ ছাত্রলীগ ও ছাত্রশিবিরের সম্পৃক্ততা নিয়ে যা বলেছেন রিজভী

ছাত্রলীগের ভেতরে ছাত্রশিবিরের নেতাদের অবস্থান ছিলো বলে বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।।সোমবার সকালে নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটোচালক দলের মানববন্ধনে তিনি বলেন, আন্দোলনকারীরা হতাশ হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, অন্যদিকে দেশে নতুন দল গঠনের মহাউৎসব শুরু হয়েছে।
 

ছাত্র রাজনীতির প্রসঙ্গে তিনি বলেন, ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে কোনো রাজনৈতিক রেষারেষি কাম্য নয়। রিজভী বলেন,“একটা ছাত্র সংগঠন ছাত্রদলকে বলে যে, আমরা ছাত্রদলের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি দেখছি। কিন্তু আমরা এটাও জানি ছাত্রশিবিরের অনেক এখন যারা নেতা ,তারা ছাত্রলীগের মধ্যে অবস্থান করে ছাত্রলীগের অনেক পদ পদবী পেয়েছেন।”

রাজনীতিতে অস্থিরতা ও বিভক্তির প্রেক্ষাপটে নতুন রাজনৈতিক দল গঠনের প্রতিযোগিতা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।তিনি অভিযোগ করেন, যাদের রক্তের বিনিময়ে বর্তমান সরকার টিকে আছে, তাদের জন্য সরকার কোনো উল্লেখযোগ্য কাজ করেনি। সাংস্কৃতিক চর্চা ও মতপ্রকাশের স্বাধীনতা দমনের চেষ্টা চলছে বলে তিনি দাবি করেন। রিজভী আরও বলেন, বিএনপিকে পিছন থেকে ছুরি মারার ষড়যন্ত্র চলছে এবং একটি গোষ্ঠী রাজনৈতিকভাবে দলকে দুর্বল করতে সক্রিয় হয়েছে।


সূত্র:https://tinyurl.com/ymhad9j3

আফরোজা

×