ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

দীর্ঘ ১৫ বছর পর আওয়ামী লীগ নিয়ে কি বলেছেন বাবর?

প্রকাশিত: ১৪:০৩, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

দীর্ঘ ১৫ বছর পর  আওয়ামী লীগ নিয়ে কি বলেছেন বাবর?

“মৃত্যুদণ্ড দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করেছিল, কিন্তু সত্যের পথে থাকার কারণে আজ আমি মুক্ত"-এমনটাই জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। রবিবার বিকেলে নেত্রকোনার মুক্তারপাড়া মাঠে জেলা বিএনপির আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দীর্ঘদিন কারাবন্দি থাকার পর জনসম্মুখে এসে তিনি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কঠোর অভিযোগ তোলেন।


বাবর বলেন, "আমাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য সরকার নানাভাবে ষড়যন্ত্র করেছে। অন্যায়ভাবে কারাগারে আটকে রেখে শারীরিক ও মানসিক অত্যাচার চালানো হয়েছে। তারা চেয়েছিল আমার কণ্ঠ স্তব্ধ করে দিতে, আমাকে রাজনীতি থেকে চিরতরে মুছে ফেলতে। কিন্তু আল্লাহর রহমতে আমি আজও আপনাদের সামনে দাঁড়িয়ে আছি।"


সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, "তারা চেয়েছিল মাইনাস টু বাস্তবায়ন করতে, আমার ঈমানী শক্তি এতটাই দৃঢ় ছিল যে কেউ আমাকে দমিয়ে রাখতে পারেনি।" তিনি দাবি করেন, সত্যের পথ থেকে সরানো যায়নি বলেই আজ তিনি মুক্ত এবং জনগণের ভালোবাসায় ফিরে এসেছেন।


সরকারের বিরুদ্ধে কঠোর সমালোচনা করে বাবর বলেন, "ফ্যাসিস্ট শক্তি পালিয়ে গেলেও তারা এখনো ষড়যন্ত্র করছে, ক্ষমতায় ফেরার পাঁয়তারা করছে। তারা দেশে অগণতান্ত্রিক শাসন চালু করতে চায়।" তিনি বলেন, "এই ষড়যন্ত্র রুখতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় জনগণকে সোচ্চার হতে হবে।"


বাবর অন্তর্বর্তী সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিও তোলেন। তিনি বলেন, "বর্তমান সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে দ্রুত একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে হবে।"

সূত্র:https://tinyurl.com/2nsam5y7

 

আফরোজা

×