ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন জানালেন রনি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:২১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন জানালেন রনি

ছবি: সংগৃহীত

আগামী নির্বাচনে কাকে ভোট দিবেন তা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী, অনলাইন অ্যাক্টিভিস্ট ও সামাজিক আন্দোলনের কর্মী মহিউদ্দিন রনি। তার ভেরিফায়েড ফেসবুক পেইজে তিনি এক পোস্টের মাধ্যমে তা জানিয়েছেন।

রনি জানান, যে দল চলমান নৈরাজ্য থামানোর জন্য সর্বোচ্চ অবদান রাখবে তাদেরকে তিনি ভোট দিবেন।

তিনি তার পোস্টে লিখেন, “যেই দল এই নৈরাজ্য থামানোর জন্য নিজেদের সর্বোচ্চ ইফোর্ট দিবে আগামী নির্বাচনে তাদেরকেই ভোট দিবো ইনশাআল্লাহ।”

সূত্র: https://www.facebook.com/100083687345548/posts/pfbid02iDoE1cRiUwGj9yXABTgintNkE1BFmNGNprs2CLctCEDR6bX6DyBYAA6A7jwThrJHl/?app=fbl

এমটি

×