ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

জিয়াউর রহমানের চেয়ে বড় ইমানদার লোক নাই: বরকত উল্লাহ বুলু

প্রকাশিত: ০৭:১৮, ২৪ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০৭:২৩, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

জিয়াউর রহমানের চেয়ে বড় ইমানদার লোক নাই: বরকত উল্লাহ বুলু

ছবি: সংগৃহীত

বিএনপির নেতা বরকত উল্লাহ বুলু এক বক্তব্যে দাবি করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিস্ঠাতা মেজর জিয়ার রহমানের গলার রুপার চেইনে ৩০ পারা কুরআন রাখা থাকত। তিনি আরও বলেছেন, ওই নেতা কুরআন বুকে ধারণ করেই রাষ্ট্র পরিচালনা করেছেন।

তিনি বলেন, "আপনারা নিশ্চয়ই দেখেছেন, উনার গলায় রুপার চেইন ও কবজ থাকত। কিন্তু আপনারা কি জানেন, এই রুপার চেইনের মধ্যে কী ছিল? এতে ছিল ৩০ পারা কুরআন। ত্রিশ পারা কুরআন বুকে নিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করতেন। তার চেয়ে বড় ঈমানদার আর কেউ হতে পারে না।"

তিনি আরও বলেন, "এই দল তিনিই প্রতিষ্ঠা করে গেছেন। অতএব, যারা এই দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তারা অতীতে ক্যানসারে মারা গেছে। এমনকি কেউ কেউ জানাজাও পায়নি।"

তার এই বক্তব্য ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

সূত্র : https://www.facebook.com/share/r/16DxSM2LBw/

আসিফ

×