ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

সোহেল তাজের পাসপোর্ট জব্দ করতে বললেন সাংবাদিক ইলিয়াস

প্রকাশিত: ০০:৪৯, ২৪ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০১:০২, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

সোহেল তাজের পাসপোর্ট জব্দ করতে বললেন সাংবাদিক ইলিয়াস

ছবি : জনকণ্ঠ

প্রবাসী সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসাইন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে অভিযোগ তুলেছেন যে, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ ২০০৯ সালের পিলখানা ট্র্যাজেডির সময় লন্ডনে অবস্থান করার যে দাবি করেছিলেন, তা সত্য নয়। বরং তিনি ওই সময় গোপনে ঢাকায় থেকে পুরো ঘটনার পরিকল্পনায় অংশ নিয়েছিলেন বলে দাবি করেন ইলিয়াস হোসাইন।

তার পোস্টে উল্লেখ করা হয়, সোহেল তাজ দাবি করেছিলেন যে, তিনি পিলখানা হত্যাকাণ্ডের সময় লন্ডনে অবস্থান করছিলেন। কিন্তু বাস্তবে তিনি ঢাকা থেকে সরাসরি লন্ডন যাননি, বরং সিলেট হয়ে হেলিকপ্টারে ঢাকায় ফেরেন এবং সেখানে গোপনে অবস্থান করেন। ইলিয়াস হোসাইন দাবি করেন, যদি সোহেল তাজের পাসপোর্ট পরীক্ষা করা হয়, তাহলে ঢাকা থেকে কোনো আন্তর্জাতিক গন্তব্যে তার পৌঁছানোর তথ্য মিলবে না।

তিনি আরও দাবি করেন, এই অভিযোগের সঠিক তদন্তের জন্য সোহেল তাজের পাসপোর্ট জব্দ করা প্রয়োজন। অন্যথায় এই বিষয়ে দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে বলে সতর্ক করেন তিনি।

এছাড়া, তিনি দাবি করেন যে, সোহেল তাজের বাবা, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদ, ভারতের গোয়েন্দা সংস্থা "র"-এর (RAW) পরীক্ষিত বন্ধু ছিলেন।

এই অভিযোগের বিষয়ে সোহেল তাজ কিংবা সংশ্লিষ্ট কোনো পক্ষের কাছ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে।

মো. মহিউদ্দিন

×