ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

হেলালুজ্জামান তালুকদার লালু

অন্তর্বর্তীকালীন সরকার দ্বারা সংস্কার সম্ভব নয়

মো. কবির হোসেন ,রাজবাড়ী

প্রকাশিত: ২৩:৩৭, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকার দ্বারা সংস্কার সম্ভব নয়

ছবিঃ জনকণ্ঠ

দেশের সকল ক্ষেত্রে সংস্কার করতে হলে কেবল রাজনৈতিক নির্বাচত দলের মাধ্যমে সম্ভব। কোন অনির্বাচিত ও অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারা সকল সংস্কার সম্ভব নয় । 

রাজবাড়ী জেলা বিএনপি'র আয়োজনে ২৩শে ফেব্রুয়ারি (রবিবার) বিকেলে শহরে ঐতিহাসিক আজাদি ময়দানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রুত নির্বাচনে রোডম্যাপ ঘোষনা এবং ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবেলার দাবিতে কেন্দ্র ঘোষিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি ও কেন্দ্রীয় সংসদ ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু ।  

হেলালুজ্জামান তালুকদার লালু তার বক্তব্যের শুরুতে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ার পক্ষ থেকে রাজবাড়ী বাসীকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, আজকের বিশাল সভায় আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কিছু দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছি । এই দাবিগুলোর কথা আমাদের রাস্তাঘাটে মোড়ে মোড়ে টাঙাতে হবে যাতে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টিগোচর হয়।   

তিনি আরোও বলেন, স্বৈরাচার সরকার হাসিনা পালিয়ে গেছে তবুও কেন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। তাই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমাতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে।
পালিয়ে যাওয়া হাসিনা দূরে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। অবিলম্বে হাসিনা সহ তার দূর্নীতিবাজ পরিবার ও তার লুটেরা বাহিনীকে বিচারের আওতায় আনার দাবী জানান তিনি। 

তিনি বলেন, যে সংস্কারের কথা বিএনপি এতদিন বলে আসছে তা হলো প্রশাসন ও নির্বাচন কমিশনের সংস্কারের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন এবং তা হবে জাতীয় সংসদ নির্বাচন,এটা ছিলো এদেশের জনগণের আকাঙ্ক্ষা। 

কৃষক- শ্রমিক ,ছাত্রজনতা আন্দোলনের মাধ্যমে পৃথিবীর শ্রেষ্ট স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করেছে। বিশ্বের সবাই জানেন এ আন্দোলনের নেপথ্যে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের জনগণ একটি অন্তর্বর্তীকালিন সরকারকে ক্ষমতায় বসিয়েছেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য। জনগন চায় একটি নিরপেক্ষ নির্বাচন । আমরা অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে চাইনা, এই সরকার ব্যার্থ হোক তাও আমরা চাইনা, আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই। অবিলম্বে নিরপেক্ষা নির্বাচন দিলে আমাদের সাহায্য এবং সহযোগীতা থাকবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের সংস্কারের জন্য ৩১ দফা দিয়েছেন। 
দেশের সংস্কার করতে হলে কেবল রাজনৈতিক নির্বাচত দলের মাধ্যমে সম্ভব। কোন অনির্বাচিত ও অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারা সকল ক্ষেত্রে সংস্কার সম্ভব নয় । 

তারেক রহমানের দেওয়া ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে এ দেশের মানুষের মধ্যে আর কোন কষ্ট দূর্দ্বশা থাকবেনা । এর জন্য আমাদেরকে মানুষের আস্থা অর্জন করতে হবে। আগামী নির্বাচনে রাজবাড়ীর ২টি আসন বিএনপি জয়লাভ করবে ,রাজবাড়ী হবে বিএনপির আরেকটি ভোট ব্যাংক । আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। '

  জনসমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী -০১ আসনের সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, কৃষক দলের কেন্দ্রিয় কমিটির সহ সভাপতি ও জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এডভোকেট আসলাম মিয়া , সাবেক সাধারণ সম্পাদক হারুনর রশীদ হারুণ, জনসভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট লিয়াকত আলী বাবু । 

সমাবেশ কে সফল করতে জেলার ৫টি উপজেলা থেকে অসংখ্য নেতাকর্মী দলে দলে স্লোগানে স্লোগানে সমাবেশে অংশগ্রহণ করেন।

জাফরান

×