ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

গণধোলাই দিয়ে পুলিশে দিল আ. লীগ নেতাকে জনতা

প্রকাশিত: ২২:২১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

গণধোলাই দিয়ে পুলিশে দিল আ. লীগ নেতাকে জনতা

ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদকে গণধোলাই করে পুলিশে দিয়েছে জনতা। এ সময় তার ভাই যুবলীগ নেতা সুমনকে ও গণধোলাই দেয়া হয়।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫ টার দিকে যশোর শহরের ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

 স্হানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে যশোরের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিতে যান সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

সেখানে স্থানীয়রা তাকে চিনে ফেলে গণধোলাই দেয়। পরে যশোর গোয়েন্দা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদকে হেফাজতে নেয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর গোয়েন্দা পুলিশের ওসি মঞ্জুরুল ইসলাম চৌধুরী  জনকণ্ঠকে বলেন, স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এরপর আমাদের একটি টিম আবুল কালাম আজাদ ও তার ভাই সুমনকে নিয়ে আসে। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা যাচাই-বাছাই করা হচ্ছে।

সূত্র : https://www.kalerkantho.com/online/country-news/2025/02/23/1484477

ফয়সাল

×