ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

নতুন রাজনৈতিক দল নেতানির্ভর নয়, হতে যাচ্ছে নীতিনির্ভর: হাসনাত আব্দুল্লাহ

প্রকাশিত: ২১:৫৪, ২৩ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২১:৫৪, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

নতুন রাজনৈতিক দল নেতানির্ভর নয়, হতে যাচ্ছে নীতিনির্ভর: হাসনাত আব্দুল্লাহ

ছবি: সংগৃহীত

“নতুন রাজনৈতিক দল নেতানির্ভর নয়, হতে যাচ্ছে নীতিনির্ভর। ব্যক্তিচিন্তা থেকে বেরিয়ে সামগ্রিক ভাবনায় প্রাধান্য দেবে এই দল,” গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

তিনি আরও জানান, তরুণ নেতৃত্বকে গুরুত্ব দিতে প্রয়োজন হলে নতুন কাঠামো তৈরি করা হবে।

আত্মপ্রকাশের অপেক্ষায় জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল। এখন পর্যন্ত জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে নতুন এ দল ঘোষণা হবে ২৬ ফেব্রুয়ারি। দলের নাম প্রতীকের জন্য চলছে ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ ক্যাম্পেইন, হয়েছে গণসংযোগ।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, “অতীতে যে রাজনৈতিক দলগুলো ছিল, সেগুলো হচ্ছে অনেকটা নেতানির্ভর। আমরা চাচ্ছি, আমাদের যে রাজনৈতিক দলটি আসবে, সেখানে পরিবারতান্ত্রিক বা শুধু এক নেতাকেন্দ্রিক-এই বিষয়গুলো যেন না থাকে।”

শিক্ষার্থীদের নতুন এই রাজনৈতিক দল কিভাবে পরিচালিত হবে এবং দলের নাম, কাঠামো, প্রতীক সম্পর্কে এখনও বিস্তারিত জানা না গেলেও দলের সর্বোচ্চ পদে থাকছেন ছাত্রনেতা ও বর্তমান উপদেষ্টা নাহিদ ইসলাম, এটা মোটামুটি নিশ্চিত।

এর পরে দলে প্রাধান্য পাচ্ছেন আক্তার হোসেন, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহর মত প্রথম সারির ছাত্রনেতারা। শিক্ষার্থীদের নতুন এই রাজনৈতিক দলে কোন এক নায়কতন্ত্রের জায়গা হবে না বলেও জানান শিক্ষার্থীরা।

 

তথ্যসূত্র : https://tinyurl.com/3vdmebm9

রাকিব

×