ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

স্ট্যান্ড দখল নয়, কর্মীদের ফ্রিল্যান্সার বানান : মহিউদ্দিন রনি

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ২১:২২, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

স্ট্যান্ড দখল নয়, কর্মীদের ফ্রিল্যান্সার বানান : মহিউদ্দিন রনি

ছবিঃ মহিউদ্দিন রনি ,সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন রনি সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রদলের উদ্দেশ্যে একটি ব্যতিক্রমী আহ্বান জানিয়েছেন। তিনি রাজনৈতিক কর্মীদের টেম্পুস্ট্যান্ড ও বাসস্ট্যান্ড দখল থেকে বিরত রেখে তাদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধির পরামর্শ দিয়েছেন।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, “ছাত্রদলের ভাইয়েরা, আপনারা একটা ভালো কাজ করতে পারেন। যারা টেম্পুস্ট্যান্ড, বাসস্ট্যান্ড দখল করে তাদের তালিকা করে ওদেরকে ধরে এনে সাজা হিসেবে ফ্রিল্যান্সিং শিখিয়ে দেন। এম এস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং তাও না পারলে অন্তত ফেসবুকে ভিডিও ভ্লগ করা শিখিয়ে দেন। যেন ক্ষেতে বসেই পুই, পালং, শশা, মুলা বেঁচতে পারে।”

তিনি আরও বলেন, কর্মীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে হলে তাদের প্রযুক্তিগত দক্ষতা অর্জনে সহায়তা করতে হবে। যাদের ল্যাপটপ বা ডিজিটাল ডিভাইস নেই, তাদের জন্য দলীয় অনুদান বা সাধারণ মানুষের সহায়তায় নতুন কিংবা সেকেন্ডহ্যান্ড ল্যাপটপ কেনার উদ্যোগ নেওয়া যেতে পারে। এমনকি নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “লন্ডন থেকে রিফারবিশড ডিভাইস আনানোর জন্য ডিমান্ড করুন।”

রনি মনে করেন, ডিজিটাল দক্ষতা অর্জনের মাধ্যমে রাজনৈতিক কর্মীদের জীবিকা নিশ্চিত হলে তারা স্ট্যান্ড বা বাজার দখল থেকে বিরত থাকবে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে। পাশাপাশি ডিজিটাল মাধ্যমে দক্ষ হয়ে তারা রাজনৈতিক প্রচারণাও আরও আধুনিকভাবে চালাতে পারবে। তিনি বলেন, “ফিনানশিয়াল সলভেন্সি আসলে কর্মীরা কেউ কষ্ট কইরা রোদে পুইড়া, বউ বাচ্চা, জীবনের মায়া ছাইড়া স্ট্যান্ড বা বাজারে তোলা তুলতে যাবে না।”

তার এই ব্যতিক্রমী পরামর্শ ইতোমধ্যেই অনলাইনে ব্যাপক আলোচনা তৈরি করেছে। কেউ এটিকে ইতিবাচকভাবে দেখছেন, আবার কেউ মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। এখন দেখার বিষয়, রাজনৈতিক সংগঠনগুলো এই আহ্বানকে বাস্তবে রূপ দেয় কি না।

 

সূত্র: https://www.facebook.com/share/1DydSij6Tq/

জাফরান

×