ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে বলল শিবির

প্রকাশিত: ২০:৪৯, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে বলল শিবির

ছবি : জনকণ্ঠ

দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৪:৪৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এ দাবি জানায়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

“আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও শিবিরের উদ্বেগ”

সংবাদ সম্মেলনে জাহিদুল ইসলাম বলেন, “জুলাই অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন হলেও দেশে রাজনৈতিক সহিংসতা বন্ধ হয়নি। বিভিন্ন ছাত্র সংগঠন এখনও সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, যা গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী।” তিনি অভিযোগ করেন, “ছাত্রদল ক্যাম্পাসে আধিপত্য বিস্তার, দখলদারি ও সহিংস কর্মকাণ্ড অব্যাহত রেখেছে, যা শিক্ষার পরিবেশ নষ্ট করছে।”

“ক্যাম্পাসে সহিংসতার অভিযোগ”

শিবির সভাপতি দাবি করেন, ৫ আগস্টের পর বিভিন্ন ক্যাম্পাসে সংঘটিত সহিংস ঘটনার পেছনে ছাত্রদলের সংশ্লিষ্টতা রয়েছে। তিনি বলেন, “নিষিদ্ধ ছাত্রলীগের পথ অনুসরণ করে ছাত্রদল এখন ক্যাম্পাসে সহিংসতা চালাচ্ছে। সম্প্রতি কুয়েট ও এমসি কলেজে সাধারণ শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার দায় ছাত্রদলের কর্মীদের।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করা ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখা সকল ছাত্র সংগঠনের দায়িত্ব। কিন্তু ছাত্রদল নিজেদের সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

“জামায়াত নেতার মুক্তি ও এনসিটিবি সদস্যের গ্রেপ্তারের দাবি”

ছাত্রশিবিরের পক্ষ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি জানানো হয়। পাশাপাশি ইসলামবিদ্বেষী মন্তব্যের অভিযোগ তুলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সংশোধন কমিটির সদস্য রাখাল রাহার গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়।

“স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি”

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, চাঁদাবাজি ও সহিংসতা বৃদ্ধির জন্য প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করে ছাত্রশিবিরের সভাপতি বলেন, “স্বরাষ্ট্র উপদেষ্টা যদি আইনশৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হন, তবে তাকে পদত্যাগ করতে হবে।” তিনি আরও বলেন, “দেশে ২৭৩টি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রমাণ।”

“গণমাধ্যমের অপপ্রচারের অভিযোগ”

সংবাদ সম্মেলনে ছাত্রশিবির অভিযোগ করে যে, কিছু গণমাধ্যম তাদের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক অপপ্রচার চালাচ্ছে। জাহিদুল ইসলাম বলেন, “কুয়েটের ঘটনায় ছাত্রশিবির জড়িত না থাকলেও গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে।” তিনি নিরপেক্ষ ও তথ্যভিত্তিক সাংবাদিকতার আহ্বান জানান।

“শান্তিপূর্ণ ছাত্র রাজনীতির আহ্বান”

সংবাদ সম্মেলনে ছাত্রদলসহ সব ছাত্র সংগঠনকে বিভেদ ও সহিংসতা পরিহার করে গঠনমূলক ছাত্র রাজনীতির চর্চার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নূরুল ইসলাম সাদ্দাম, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ, ও কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম প্রমুখ।

 

মো. মহিউদ্দিন

×