ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

‘মধুদার হত্যাকারী মধুতে কেন?’ -শিবিরের সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানালো ছাত্রদল

প্রকাশিত: ২০:৩৯, ২৩ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২০:৩৯, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

‘মধুদার হত্যাকারী মধুতে কেন?’ -শিবিরের সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানালো ছাত্রদল

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঐতিহাসিক মধুর ক্যান্টিনে ইসলামী ছাত্রশিবিরের সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদলের পক্ষ থেকে এই ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলা হয়েছে, মধুর ক্যান্টিনে শিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করেছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে সংগঠনটি ছাত্রদলের বিরুদ্ধে দেশব্যাপী চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নানা অভিযোগ উত্থাপন করে।

এরই প্রতিবাদে ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, মধুর ক্যান্টিনে ছাত্রদলের পক্ষ থেকে দেয়াল লিখন চলছে, যেখানে লেখা হচ্ছে, "মধুদার হত্যাকারী মধুতে কেন?"

এর আগে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক বিবৃতিতে বলেন, "মধুর ক্যান্টিনে ইসলামী ছাত্রশিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধের চেতনার অবমাননা। জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন হিসেবে শিবির মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার অপচেষ্টা চালাচ্ছে।"

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, "১৯৭১ সালের ২৫ মার্চ অপারেশন সার্চলাইটের সময় পাক হানাদার বাহিনী পরিচালিত হত্যাযজ্ঞে শহীদ হন মধুসূদন দে (মধুদা)। সে সময় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রসংঘ পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে স্বাধীনতা বিরোধী ভূমিকা পালন করে। সেই সংগঠনের উত্তরসূরি ইসলামী ছাত্রশিবিরের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করা শহীদ মধুদা ও তার পরিবারের প্রতি অসম্মানজনক।"

ছাত্রদলের নেতারা বলেন, "শহীদের নিজ আঙিনায় হত্যাকারীদের সহযোগীদের বিচরণ অত্যন্ত ন্যাক্কারজনক। ইসলামী ছাত্রশিবির যদি বিবেকবান হতো, তবে তারা মধুর ক্যান্টিনে প্রবেশ করত না।"

এদিকে সংবাদ সম্মেলনে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম অভিযোগ করেন, ছাত্রদল নিষিদ্ধ ছাত্রলীগের পথ অনুসরণ করছে। তিনি বলেন, "নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হলেও ছাত্রদল তাদের নীতিই অনুসরণ করছে, যা অত্যন্ত দুঃখজনক।"

ছাত্রদলের দাবি, ইসলামী ছাত্রশিবির মুক্তিযুদ্ধকে ভারতীয় ষড়যন্ত্র হিসেবে অভিহিত করে মুক্তিযোদ্ধা ও শহীদদের অবমাননা করে আসছে। ফলে তাদের মধুর ক্যান্টিনে উপস্থিতি জাতির ইতিহাসকে বিকৃত করার সমান বলে মনে করে সংগঠনটি। ছাত্রদল এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

এম.কে.

×