ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

লুৎফুজ্জামান বাবর

আ. লীগ সরকার আমাকে দিয়ে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেয়ার কৌশল করেছিল

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা

প্রকাশিত: ১৯:০১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৯:০২, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

আ. লীগ সরকার আমাকে দিয়ে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেয়ার কৌশল করেছিল

ছবি : সংগৃহীত

জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, আমি মিথ্যা মামলায় দীর্ঘ সাড়ে ১৭ বছর কারাগারে অন্তরীণ ছিলাম। একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমাকে তিনটা মৃত্যুদণ্ড, তিনটা যাবজ্জীবন কারাদণ্ডসহ নানা ধরনের দণ্ড দেয়া হয়েছিল। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করছি এই কারণে যে, আমি তার মেহেরবানিতে এবং আপনাদের দোয়ায় আবার সকলের মাঝে ফিরে আসতে পেরেছি।

তিনি আরও বলেন, ছাত্রজনতার অভ্যূত্থানের কারণে আমরা ফ্যাসিস্ট ও স্বৈরাচারকে উৎখাত করতে পেরেছি। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন, সবার আগে বাংলাদেশ। অতীতেও আমি কখনও বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের স্বার্থ পরিপন্থী কোনো কাজ করতে দিইনি বা করিনি। ইনশাল্লাহ ভবিষ্যতেও তা করবনা। 

বাবর বলেন, আওয়ামী লীগ সরকার আমাকে দিয়ে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেয়ার অনেক কৌশল অবলম্বন করেছিল। কিন্তু আল্লাহ্ পাকের অশেষ রহমতে এবং আমার ঈমানী শক্তির কারণে তারা তা করতে ব্যর্থ হয়েছে। আজকে আমি মুক্তভাবে আপনাদের মাঝে আসতে পেরেছি। সেজন্য আবারও আপনাদেও কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। অসুস্থ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্যও সকলের দোয়া কামনা করেন তিনি। 

অন্তবর্তী সরকারের উদ্দেশ্যে বাবর বলেন, যত দ্রুত সম্ভব আপনারা নির্বাচনের ব্যবস্থা করুন। যার মাধ্যমে জনগণ তাদের ভোট দিতে পারে এবং নতুন একটি নির্বাচিত সরকার আসতে পারে। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, এখনও অনেক ষড়যন্ত্র চলছে। সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করার জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে। প্রয়োজনে আবারও রাজপথে দাঁড়াতে হতে পারে। তিনি আশা প্রকাশ করে বলেন, জনাব তারেক রহমান খুব শীঘ্র আমাদের মাঝে ফিরে আসবেন। যদি আমরা নির্বাচিত হই আমাদের নেতা তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হিসেবে আসতে পারেন। নেত্রকোনার জনসাধারণের উদ্দেশ্যে বাবর বলেন, অতীতের সর্বক্ষণ আপনাদের পাশে ছিলাম। ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবো।

রবিবার বিকেলে জেলা সদরের মোক্তারপাড়া মাঠে জেলা বিএনপি আয়োজিত এক গণ সবংর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সাড়ে ১৭ বছর পর কারামুক্ত হওয়ায় বাবরকে এ সংবর্ধনা দেয়া হয়। কিন্তু সবংর্ধনা অনুষ্ঠানটি বিশাল জনসমাবেশে পরিণত হয়। জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডাঃ আনোয়ারুল হকের সভাপতিত্বে এবং সদস্যসচিব ড. রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন: জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, অ্যাডভোকেট নুরুজ্জামান নূরু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা জেসমিন নাহীন, অ্যাডভোকেট মাহফুজুল হক, আবু তাহের তালুকদার, মজিবুর রহমান খান, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, এসএম মনিরুজ্জামান দুদু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার প্রমুখ। বাবরের গণসংবর্ধনা উপলক্ষে জেলার ১০ উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বড়বড় মিছিল এবং শোডাউনসহকারে অনুষ্ঠানে যোগ দেন। 

দীর্ঘ সাড়ে ১৭ বছর পর লুৎফুজ্জামান বাবরকে কাছে পেয়ে দলীয় নেতাকর্মীরা উচ্ছসিত হন। আগামী তিনদিন তিনি তাঁর নির্বাচনী এলাকা নেত্রকোনা-৪ আসনের অন্তর্গত খালিয়াজুরী, মদন ও মোহনগঞ্জ উপজেলা সফর এবং দলীয় নেতাকর্মী ও জনসাধারণের সঙ্গে মিলিত হবেন।

সঞ্জয় সরকার/মো. মহিউদ্দিন

×