ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

বিএনপির খেলা এখনও দেখেন নাই আপনারা: দুদু

প্রকাশিত: ০৯:৪৫, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

বিএনপির খেলা এখনও দেখেন নাই আপনারা: দুদু

ছবি: সংগৃহীত।

অন্তর্বর্তী সরকারকে চলতি বছরের মধ্যে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এই বছরের মধ্যে নির্বাচন দিতে হবে। বিএনপির খেলা এখনও দেখেন নাই আপনারা। শুধু কয়েকটা জনসভা শুরু হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) পঞ্চগড় পৌরসভা সংলগ্ন মাঠে জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির এই নেতা প্রধান উপদেষ্টার উদ্দেশে বলেন, "আমি ড. ইউনুসকে বলবো ভাই, আপনি ভালো লোক। একটা মর্যাদাশীল লোক। জ্ঞানী-গুণী মানুষ। দেশ-বিদেশে আপনার সুনাম আছে। এদের পাল্লায় পড়েন না। বিএনপিকে রাস্তায় নামিয়েন না। যদি একবার রাস্তায় নামে……… ফুলের মালা দিয়ে আপনাকে বরণ করেছি, ফুলের মালা দিয়েই বিদায় দিতে চাই।"

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে বিএনপির ভূমিকা সম্পর্কে তিনি বলেন, "কয়েকটা ছেলে নামলো আর এমনি এমনি বাংলাদেশ মুক্ত হয়ে গেল?"

এসময় তিনি আরও বলেন, "শেখ হাসিনা দেশে আসবে, তাকে বরণ করব, বিচার হবে, ফাসির কাষ্ঠে ঝুলতে হবে। হাজার হাজার মানুষকে হত্যা করেছে। দেশের একটি ব্যাংকেও টাকা নেই। তার বাড়ির কাজের লোকও ৪০০ কোটি টাকার মালিক। বড় চোর শেখ হাসিনার পরিবার! তাদের বিচার করা হবেই।"

নুসরাত

×