ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

ইসলাম নিয়ে যারা ব্যবসা করে, দেশের মানুষ তাদের ভোট দিবে না 

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০৫:০০, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

ইসলাম নিয়ে যারা ব্যবসা করে, দেশের মানুষ তাদের ভোট দিবে না 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের স‍দস‍্য অ‍্যাডভোকেট ফজলুর রহমান

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের স‍দস‍্য অ‍্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ‘ইসলাম নিয়ে রাজনীতি করতে যাইয়েন না। নির্বাচনে দশ পার্সেন্ট ভোট পেলে স‍্যালুট দেব। আপনারা ব‍্যাংক দখল করে বিএনপিকে বলেন চাঁদাবাজ। কিন্তু জনগণ কাকে ভালোবাসে প্রমাণ চাইলে নির্বাচন দিন। স্থানীয় নির্বাচনের জন্য স্বৈরাচারবিরোধী আন্দোলন হয়নি, দেশের জনগণ অবিলম্বে জাতীয় নির্বাচন চায়।’ 

শনিবার সন্ধ্যায় ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় উত্তর জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় রাখা, আইনশৃংখলা পারিস্থিতির উন্নতি ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণাসহ বিভিন্ন দাবিতে তারাকান্দা উপজেলার নতুন বাজার এলাকায় এ সমাবেশে অনুষ্ঠিত হয়।

বিগত ১৭ বছর বিএনপি ফ‍্যাসিস্টবিরোধী আন্দোলনের ফাউন্ডেশন গড়ে তুলেছিল দাবি করে অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, ‘৫ আগস্টের পর থেকে বিগত ৭ মাস ধরে বিএনপির প্রতি অবিচার করা হচ্ছে। অথচ নিরপেক্ষ নির্বাচন হলে দুই-তৃতীয়াংশ মেজরিটি পাবে বিএনপি। কিন্তু ইলেকশন যেন না হয় তা নিয়ে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে।’

ফজলুর রহমান আরও বলেন, ‘যে ছেলেরা বতর্মানে ক্ষমতায় আছে, তারা আমাদের সন্তান। বাবারা দল করতে চাইলে মাঠে এসে কর। সিংহাসনে থেকে কিংস পার্টি করতে চাইলে মানুষ মানবে না।’
 
সমাবেশে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এনায়েত উল্লাহ কালামের সভাপতিত্বে সদস্য সচিব মোতাহার হোসেন তালুকদারের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুন ও আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

এ ছাড়া বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন, দক্ষিণ জেলা বিএনপির সদস‍্য সচিব মোতাহার হোসেন তালুকদারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 

শহীদ

×