ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

যে বিষয়গুলো গোপন রাখার পরামর্শ দিলেন হাসনাত আবদুল্লাহ

প্রকাশিত: ০০:৩২, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

যে বিষয়গুলো গোপন রাখার পরামর্শ দিলেন হাসনাত আবদুল্লাহ

ছবি: সংগৃহীত।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ একসময় ছিলেন একজন শিক্ষার্থী ও জনপ্রিয় শিক্ষক। সম্প্রতি একটি অনলাইন ক্লাসের ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় তিনি শিক্ষার্থীদের সঙ্গে নিজের পরিকল্পনা, ডেডিকেশন ও সম্পর্ক বিষয়ে কথা বলছেন।

ভিডিওতে দেখা যায়, একজন শিক্ষার্থী তাকে জিজ্ঞাসা করেন, "স্যার, আপনি কোন ক্যাডার হতে চান?" উত্তরে হাসনাত আবদুল্লাহ বলেন, "আমি কী হতে চাই, সেটাই বড় বিষয় নয়। বরং আমি কী হই, সেটাই গুরুত্বপূর্ণ।"

এরপর শিক্ষার্থীদের উদ্দেশে তিনি পরামর্শ দেন যে, ব্যক্তিগত জীবন ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো গোপন রাখা উচিত। তিনি বলেন, "নিজের পরিকল্পনা, ডেডিকেশন, সম্পর্ক, ভালোবাসার জীবন এবং সম্পদ সবসময় গোপন রাখা উচিত।"

নিজের ভবিষ্যৎ সম্পর্কে তিনি বলেন, "আমি একজন ভালো মানুষ হতে চাই, যেন সব বাবা-মা চান তাদের সন্তান আমার মতো হোক।"

সূত্র: https://web.facebook.com/watch/?v=1605223753533806&rdid=hrsUuuV1G2olrhQP

সায়মা ইসলাম

×