ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

রাজবাড়ী-১ আসনে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম

প্রকাশিত: ২৩:৫০, ২২ ফেব্রুয়ারি ২০২৫

রাজবাড়ী-১ আসনে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম

ছবি: সংগৃহীত

রাজবাড়ী-১ (সদর-গোয়ালন্দ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে অ্যাডভোকেট মো. নুরুল ইসলামের নাম। তিনি দলটির কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও রাজবাড়ী জেলা শাখার আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) ফরিদপুরের মধুখালীতে অনুষ্ঠিত ইউনিট সভাপতি ও সেক্রেটারি সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ফরিদপুর অঞ্চল পরিচালক এ এইচ এম হামিদুর রহমান আযাদ রাজবাড়ী-১, ফরিদপুর-১ ও গোপালগঞ্জ-৩ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন।

জানা গেছে, অ্যাডভোকেট নুরুল ইসলাম ১৯৭৮ সালে বাংলাদেশ ছাত্রশিবিরে যোগ দেন এবং পরের বছর জামায়াতে ইসলামীর সদস্য হন। ১৯৯১ ও ১৯৯৩ সালের জাতীয় নির্বাচনে তিনি দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৯৮৪ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত রাজবাড়ী জেলা জামায়াতের সেক্রেটারির দায়িত্ব পালন করেন এবং ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জেলা আমীরের দায়িত্বে রয়েছেন।

তিনি জেলার গোয়ালন্দ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জুরান মোল্লা পাড়ার বাসিন্দা হলেও বর্তমানে রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় বসবাস করেন। এছাড়া, ১৯৮৯ সাল থেকে তিনি রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের একজন সক্রিয় সদস্য হিসেবে আইনি পেশায় যুক্ত রয়েছেন।

এম.কে.

×