ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

রাজনীতিতে দুর্বৃত্তায়ন হতে দেওয়া যাবে না :  শহিদুল ইসলাম বাবুল

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর

প্রকাশিত: ২২:২৮, ২২ ফেব্রুয়ারি ২০২৫

রাজনীতিতে দুর্বৃত্তায়ন হতে দেওয়া যাবে না :  শহিদুল ইসলাম বাবুল

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, “রাজনীতিতে দুর্বৃত্তায়ন হতে দেওয়া যাবে না। বিএনপি সেটা হতে দেবে না।” শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের জয়বাংলা মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ইউনিয়ন শাখার আয়োজনে কৃষক সমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

সমাবেশে তিনি আরও বলেন, “আমি দূর থেকে আসি নাই। এই জেলার সন্তান আমি। সদরপুরের সাথে আমার হৃদয়ের সম্পর্ক। আমি রাজনীতি করি আটত্রিশ বছর ধরে। ১৩৮টি মামলা, রক্ত ঝড়াইছি বার বার, কারাগারে গেছি বহুবার। আমি এইখানে বানরের নাচ খেলাইতে আসি নাই, দলের সিদ্ধান্তে এসেছি।”

শহিদুল ইসলাম বাবুল তার নির্বাচনী এলাকার জনসাধারণের উদ্দেশ্যে বলেন, “আমি আপনাদের সুখ দুঃখের একজন সাথী হয়ে থাকতে চাই। আমি আপনাদের সন্তান হয়ে বেঁচে থাকতে চাই। আমি যদি ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন আসন থেকে নির্বাচিত হই, একটা টাকাও ব্যবসা করার চিন্তা নেই। আমি মানুষের সেবা করতে চাই।”

ফরিদপুর-৪ আসনে শহিদুল ইসলাম বাবুল বিএনপির প্রার্থী হিসাবে মনোনয়ন পাওয়ায় তাকে ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন বিএনপির নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা জানাতে আসেন। সমাবেশ মাঠে প্রায় ৭হাজার নেতাকর্মীরা উপস্থিত হন। সমাবেশে সভাপতিত্বে করেন সদরপুর উপজেলা কৃষক দলের আহব্বায়ক মো. ফজলুর রহমান বাবুল।

আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। তিনি বলেন, “দলের সিদ্ধান্তে আমি আপনাদের হাতে শহিদুল ইসলাম বাবুলকে তুলে দিলাম। তিনি আপনার এলাকায় কাজ করবেন।”

আয়োজিত সভায় আরও বক্তব্য রাখেন, বিশেষ অতিথি মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন সেলিম, সদরপুর উপজেলা বিএনপির সভাপতি কাজী বদরুজ্জামান বদু, সদরপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক (কমিটি স্থগিত) তরিকুল ইসলাম কবির মোল্যা, সদরপুর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ আসাদ মৃধা, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। 

রাকিব

×