ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

‘উন্নত চিকিৎসা প্রয়োজন’, এমন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করলেন আমান আযমী

প্রকাশিত: ২২:১৫, ২২ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০০:০৬, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

‘উন্নত চিকিৎসা প্রয়োজন’, এমন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করলেন আমান আযমী

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামী`র সাবেক আমির গোলাম আজমের ছেলে সেনাবাহিনীর (অবঃ) ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

তিনি এক স্ট্যাটাসে উল্লেখ করেন, "এক কুলাংগার বলেছে, 'আপনার উন্নত চিকিৎসা প্রয়োজন। বাংলাদেশের ইতিহাসের একমাত্র ব্যক্তি গোলাম আজম, যাকে বায়তুল মুকাররম মসজিদের সামনে জনতা জুতার মালা পরিয়েছে।'"

তিনি আরো বলেন, "এক জানাযার নামায শেষে কেউ হয়তো জুতা দিয়ে আঘাত করেছে। এদিকে, সারাদেশে শত শত ছাত্র-জনতা আপনার বাবার মূর্তির উপরে মুত্র ত্যাগ করেছে এবং মূর্তি ভেঙেছে। আপনারা কি এজন্য গর্ববোধ করেন?"

আব্দুল্লাহিল আমান আযমী তার পোস্টে আরো বলেন, "যালেমরা নবী-রাসুলদের থেকেও অনেক বেশী নির্যাতন করেছে। এর মানে তো নয়, নবী-রাসুলরা খারাপ মানুষ ছিলেন। যারা এর উত্তরসূরি, তারা অধিকাংশ ক্ষেত্রেই যালেম এবং অন্ধ থাকে। উদাহরণ আমাদের দেশেই রয়েছে। এখনো সময় আছে, ভালো হয়ে জান।"

এম.কে.

×