ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

গোল দিয়েছে ছাত্ররা, ট্রফি নিতে চাচ্ছে বিএনপি : সারোয়ার তুষার

প্রকাশিত: ২১:৫৬, ২২ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২১:৫৬, ২২ ফেব্রুয়ারি ২০২৫

গোল দিয়েছে ছাত্ররা, ট্রফি নিতে চাচ্ছে বিএনপি : সারোয়ার তুষার

জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার

 

জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন,একটা ভুল ধারণা প্রচার করা হচ্ছে যে  বিএনপি মাঠ গুছিয়ে দিয়েছে এবং ছাত্ররা গোল দিয়েছে এটা একটা ভুল ধারণা। আমরা বরং বলবো গোল দিয়েছে ছাত্ররা,ট্রফি নিতে চাচ্ছে  বিএনপি।

তবে এটাকে ছাত্রদল বনাম বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে রাখলে হবে না, আপনি যদি এটাকে ন্যাশনাল পলিটিক্সের জায়গা থেকে দেখেন যে এর এজেন্ডাটা কি? বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল,আমি আশা করছিলাম এবং আমি কিন্তু বিএনপির সাথে রাজনীতি করা লোক। বিএনপি করি নাই কিন্তু বিএনপির সাথে যুগপৎভাবে আন্দোলনে থেকেছি। আমি আশা করছি যে পাঁচ তারিখের পর থেকে এই পরবর্তী যে রোড ম্যাপটা,বাংলাদেশকে একটা ঠিক জায়গায় নেওয়া, আমি আশা করছিলাম যে বিএনপি তাতে নেতৃত্ব দিবে।

বিএনপি কিন্তু ৫ তারিখে পর থেকে ইতিমধ্যে ক্ষমতায়। সরকারে তারা নাই কিন্তু তাদের কথায় সব হচ্ছে, সবচেয়ে সুসময় আছে বিএনপি কারণ তাদের কোন দায়িত্ব নাই। সরকারের উপর সকল চাপ, সমালোচনা। সমালোচনা সরকারের এবং ছাত্রদের। কিন্তু আপনি যদি দেখেন যে বিএনপির একটা ফোনে প্রোক্লামেশন হয় না, প্রেসিডেন্ট চেঞ্জ হয় না, সংবিধান পরিবর্তন হয় না এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন না হওয়া। বিএনপি যা যা বলছে তাই তাই হচ্ছে। অথচ কিংস পার্টি তকমা পেতে হচ্ছে আমাদেরকে।

বিএনপি গত ১৬ বছর অনেক খারাপ সময় পার করেছে কিন্তু বিএনপি সবচেয়ে সুসময় ভালো সময় কাটাচ্ছে এখন তাদের ইতিহাসে । কারণ তারা বুঝতে পারছে যে তারা ক্ষমতায় আসবে আবার তারা ইতিমধ্যেই ক্ষমতা। সারাদেশের বিভিন্ন জায়গায় যদিও বিএনপি হাইকমান্ড অনেক স্টেপ নিয়েছে যে চাঁদাবাজি,লুটপাট করা যাবে না কিন্তু আসলে সব জায়গায় এসব হচ্ছে। এটা তো ভাই জানুয়ারী না জানুয়ারি একটা নির্বাচন হয়েছে, নির্বাচনের জন্য এই আন্দোলন না।

সাজিদ

×