ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

তারেক রহমান এর ৩১ দফা মেনে দ্রুত নির্বাচন দিয়ে দিন

অভিজিৎ রায়, নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর

প্রকাশিত: ২১:৫৪, ২২ ফেব্রুয়ারি ২০২৫

তারেক রহমান এর ৩১ দফা মেনে দ্রুত নির্বাচন দিয়ে দিন

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের  সদস্য জহিরুল হক শাহাজাদা মিয়া বলেছেন, 'গণতন্ত্রের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত, এখন যারা বলে দ্বিতীয়বার স্বাধীনতা এনেছি, তারা ভুল বলে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে একবারই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে। দেশ একবারই স্বাধীন হয়, দ্বিতীয়বার কোনো দেশ স্বাধীন হয় না।'

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরের সদরপুর উপজেলার বাবুরচর উচ্চ বিদ্যালয়ে লায়ন্স ক্লাব অফ ঢাকা অপরাজিতা গার্ডেন আয়োজিত বিনামূল্যে চক্ষু শিবির, স্বাস্থ্য পরীক্ষা, চশমা ঔষধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই চক্ষু শিবির সাখাওয়াৎ হোসেন খান পরিচালনা করে। 

শাহজাদা মিয়া বলেন, 'শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা থেকেই সংস্কার সৃষ্টি হয়েছে। এখন তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। ড. ইউনূস সাহেব আপনি ৩১ দফা পড়লেই তার মধ্যে সব সংস্কার পেয়ে যাবেন, আপনাকে আর কোনো কিছু করতে হবে না। আপনি ৩১ দফা মেনে দেশ পরিচালনা করে দ্রুত নির্বাচন দিয়ে দেন। গত ১৭ বছর জনগণ ভোটধিকার থেকে বঞ্চিত, তারা ভোটের অধিকার চায়, জনগণ যেন ভোট দিতে পারে।'

সদরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোকলেছুর রহমান খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোতালেব, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম রাব্বানী, সাবেক সাংগঠনিক সম্পাদক বাহালুল মাতুব্বর, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. মাহবুবুর রহমান দুলাল, খন্দকার মনিরুজ্জামান, বাবুল হোসেন প্রমুখ।

আবীর

×