ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

শ্রমিক দলের সভাপতির বিরুদ্ধে সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীদের সংবাদ সম্মেলন

মোঃ জাফরুল হাসান, নিজস্ব সংবাদদাতা, কালকিনি

প্রকাশিত: ২১:৪১, ২২ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২১:৪২, ২২ ফেব্রুয়ারি ২০২৫

শ্রমিক দলের সভাপতির বিরুদ্ধে সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীদের সংবাদ সম্মেলন

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মাদারীপুরের ডাসার উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ শাহ আলম ফকিরের একটি বক্তবের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন একই দলের সাধারন সম্পাদকসহ দলীয় নেতা-কর্মীরা।

আজ শনিবার দিবাগত রাত নয়টার দিকে ভূরঘাটা প্রেসক্লাব ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ডাসার উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান খান, সিনিয়র সহ-সভাপতি মোঃ রশিদ হাওলাদার, মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক কাজী লিটন, গোপালপুর ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক খন্দকার নাজমুল ইসলাম, ডাসার উপজেলা যুবদল নেতা বায়জিদ সরদার, কালকিনি উপজেলা যুবদল নেতা এস এম কাইয়ুম, উপজেলা যুবদল নেতা এসএম ওয়াসিম প্রমুখ।

উল্লখ্য, ডাসার উপজেলা শ্রমিক দলের সভাপতি শাহ আলম ফকির সম্প্রতি একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপি'র সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আনিসুর রহমান তালুকদার খোকনকে নিয়ে একটি বিভ্রান্তিমূলক বক্তব্য প্রদান করেন। সভাপতি শাহ আলমের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে এ সংবাদ সম্মেলন করেন।

আবীর

×