ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

আন্দোলন হাইজ্যাক করে ক্ষমতা ধরে রাখার চেষ্টা চলছে: আমীর খসরু

প্রকাশিত: ২০:৫৫, ২২ ফেব্রুয়ারি ২০২৫

আন্দোলন হাইজ্যাক করে ক্ষমতা ধরে রাখার চেষ্টা চলছে: আমীর খসরু

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ১৮ কোটি মানুষের দীর্ঘ দিনের আন্দোলনকে একটি বিশেষ গোষ্ঠী নিজেদের স্বার্থে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, “এই আন্দোলন কোনো এক দিনের বা ৩৬ দিনের ঘটনা নয়। বছরের পর বছর ধরে জনগণের আন্দোলন চলেছে। কিন্তু দুঃখজনকভাবে, এখন সেটিকে হাইজ্যাক করে ক্ষমতা দখলের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।”

রবিবার এক বক্তব্যে আমীর খসরু বলেন, “বিএনপি, ছাত্রদল, যুবদল এবং আন্দোলনে অংশ নেওয়া সাধারণ মানুষ নিজেদের স্বার্থে নয়, বরং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য লড়াই করেছে। কিন্তু আজকে একটি গোষ্ঠী দাবি করছে যে, তারাই আন্দোলনের মালিক। তারা ক্ষমতার অংশীদার হয়েছে এবং ভবিষ্যতে বাংলাদেশের ভবিষ্যৎ তারাই নির্ধারণ করবে বলে প্রচার চালাচ্ছে।”

তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অবদানের কথা তুলে ধরে বলেন, “যখন আন্দোলন স্থবির হয়ে গিয়েছিল, তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন উদ্যমে তা চালিয়ে নিয়ে গিয়েছিল। কিন্তু আজকে তাদের কথা কেউ বলছে না। আমরা চাই, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়ে একটি বিস্তারিত নথি তৈরি করা হোক এবং তা আনুষ্ঠানিকভাবে জনগণের সামনে উপস্থাপন করা হোক।”

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কঠোর সমালোচনা করে আমীর খসরু বলেন, “আজকে আবার সেই পুরনো ভূত ফিরে এসেছে—অগণতান্ত্রিকভাবে ক্ষমতা দখল করে রাখা এবং জনগণের মতামতকে পাশ কাটানো। শেখ হাসিনার শাসন পদ্ধতিই তাই—ক্ষমতা দখল করো এবং অব্যাহতভাবে ক্ষমতায় থেকে যাও। এখন নতুন নতুন ধারণা হাজির করা হচ্ছে—সংস্কারের কথা বলা হচ্ছে, স্থানীয় সরকারের প্রসঙ্গ তোলা হচ্ছে, আনুপাতিক নির্বাচন নিয়ে কথা বলা হচ্ছে। অথচ জনগণের ম্যান্ডেট ছাড়া এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার তাদের নেই।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ, নির্বাচনের মাধ্যমে ম্যান্ডেট নিয়ে সংসদে নির্বাচিত প্রতিনিধিরা। গণতন্ত্রে বিশ্বাসী হলে সংসদের মাধ্যমেই দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে। কিন্তু এখন যারা নিজেদের আন্দোলনের মালিক বলে দাবি করছে, তারা কি সত্যিই জনগণের প্রতিনিধিত্ব করছে?”

বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমীর খসরু বলেন, “এই ভূতকে বিদায় করতে হবে। জনগণই সিদ্ধান্ত নেবে আগামীর বাংলাদেশ কোথায় যাবে, কেমন হবে, কী সংস্কার হবে। ক্ষমতা কুক্ষিগত রাখার অধিকার কারও নেই।”

ভিডিও দেখুন: https://youtu.be/d3JgKrQ2tO0?si=_sAyMJxYCLcnWqsV

এম.কে.

×