ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে হবে: বিএনপি নেতা ফারুক আহমেদ

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী।

প্রকাশিত: ২০:২৭, ২২ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২০:৫৮, ২২ ফেব্রুয়ারি ২০২৫

তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে হবে: বিএনপি নেতা ফারুক আহমেদ

গত স্বৈরাচারী আওয়ামী লীগের আমলে আমি শারীরিক মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, আমার শিল্প প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেয়া হয়েছে। এতে আমার ৫ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে।আজ শনিবার বিকাল ৪টায় স্থানীয় পাবলিক মাঠে আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার একে এম ফারুক আহমেদ তালুকদার।  

তিনি আরও বলেন, ফেসিস্ট হাসিনা সরকার আমার ও আমার স্ত্রীর বিরুদ্ধে ১৫০টি মামালা দিয়েছে।দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অসংখ্য মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন।এ সময় তিনি তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করার জন্য জনসমাবেশের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।জনসমাবেশে তারেক রহমানের ৩১ দফা পাঠ করে শুনান পৌর বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির।তার বক্তব্যের এক পর্যায়ে বৃষ্টি শুরু হলে অধিকাংশ নেতাকর্মীরা মাঠ ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান।বীর মুক্তিযোদ্ধা এস এ জলিল হিরুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন যুবদল নেতা হাসান মাহমুদ মঞ্জু, হাজী পলাশ, ছাত্রদল নেতা মুজাহিদুল ইসলাম মুন্সি প্রমুখ।

ফয়সাল

×