ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

তিন শ্রেণীর মানুষ আওয়ামী ধর্ম তথা মুজিববাদের ভক্ত হতে পারে না: আমান আযমী

প্রকাশিত: ১৭:৪৫, ২২ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৭:৪৬, ২২ ফেব্রুয়ারি ২০২৫

তিন শ্রেণীর মানুষ আওয়ামী ধর্ম তথা মুজিববাদের ভক্ত হতে পারে না: আমান আযমী

ছ‌বি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর সাবেক আমির মরহুম গোলাম আজমের মেজো ছেলে সেনাবাহিনীর (অবঃ) ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে বলেছেন, আমার ম্যসেজটা "লাউড অ্যান্ড ক্লিয়ার"।

তিন শ্রেণীর মানুষ আওয়ামী লীগ করতে পারেনা, আওয়ামী ধর্ম তথা মুজিববাদের ভক্ত হতে পারে না, আওয়ামী লীগকে ভোট দিতে পারেনা। 
ঐ তিন শ্রেণী পরিচয় নিম্নরুপঃ

১। "ভালো মুসলিম" - কারণ আওয়ামী লীগ হলো মূর্তিপূজারী দল এবং ভারতের মত মূর্তিপূজারীদের গোলাম। দেশে ইসলাম ধ্বংসকারী। 

২। "ভালো মানুষ" - ওদের কথা আর কাজ ভিন্ন। ওরা গুন্ডা, বদমাইশ, মাস্তান, ডাকাত, চোর, ধর্ষক, লুটপাটকারী, অর্থ পাচারকারী ইত্যাদি।

৩। "খাঁটি দেশপ্রেমিক"- ওরা মীর জাফরের বংশধর, ১৯৭১ সালে ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছিল। যখনই ক্ষমতায় এসেছে, তখনই "ভারত প্রভূ"দের সেবাদাসী হয়ে কাজ করে গেছে এবং তাদের সুবিধা আদায় করে দিয়ে দেশের সর্বনাশ করে দিয়েছে।  

কোন সন্দেহ?

আমার বুঝে আসেনা, একজন সুস্থ মস্তিষ্কের মানুষ এত কিছুর পরও কি করে আওয়ামী লীগের পক্ষে কথা বলে। আর নব্য ফেরাউন তো দলের হাজার হাজার নেতাকর্মীকে অসহায় ফেলে রেখে "জান ও বোন নিয়ে" পালিয়েছি। 

হায়রে দল, হায়রে আমার নেতা। 

 

সূত্রঃ https://www.facebook.com/share/p/18XBzsvm7A/

রিফাত

×