ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

স্থানীয় নির্বাচনের আগে সংসদ নির্বাচন দিতে হবে: জয়নুল আবেদীন

প্রকাশিত: ১৭:০০, ২২ ফেব্রুয়ারি ২০২৫

স্থানীয় নির্বাচনের আগে সংসদ নির্বাচন দিতে হবে: জয়নুল আবেদীন

ছবি: সংগৃহীত

বিএনপির রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য জয়নুল আবেদীন দ্রুত সংসদ নির্বাচন চেয়ে বলেছেন সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের ব্যবস্থার চেষ্টা আপনারা করবেন না। এবং সেটাই হবে ইনশাআল্লাহ বাংলাদেশে।

আমরা আপনাদেরকে ব্যর্থ হতে দিতে পারি না। আপনারা যদি বাঁচতে চান তাহলে এদেশের জনগণকে ভোটের অধিকার দিয়ে, গণতান্ত্রিক অধিকার দিয়ে যত সংস্কার....সংস্কারতো হবেই। এটা নির্বাচিত সরকার করবে।

আপনারা তাড়াতাড়ি নির্বাচন দেন। নির্বাচন না দিয়ে একটা টালবাহানা শুরু করেছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন দিবে। আমরা বলছি যে এসব টালবাহানা ছেড়ে দিয়ে পার্লামেন্টে নির্বাচন দেন।

আমাদের মহাসচিব জনাব তারেক রহমান বারবার বলেছেন যে পার্লামেন্টে নির্বাচন দেন এবং যা যা করতে চান এই ফ্যাসিস্ট সরকারের পতনের আগেই আমি ৩১ দফা দিয়ে সেটা বলে দিয়েছি। কাজেই বাংলাদেশের ১৮ কোটি মানুষের মুখেমুখে ৩১ দফা আছে।

আবীর

×